যার সঙ্গে সারা জীবন যাপন করতে হবে, হুট করে তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া যায় না। বিয়ের কিছু রীতিনীতি আছে। বিয়েকে ঘিরে দেশে দেশে চালু আছে নানা সংস্কৃতি, রেওয়াজ, আচার-অনুষ্ঠান। আসুন, সেসব আচার অনুষ্ঠানের সঙ্গে পরিচিত হওয়া যাক।
বিয়ের প্রাথমিক কথাবার্তা চলে মূলত ঘটকের মাধ্যমে। বর ও কনেপক্ষের মধ্যে মধ্যস্থতা করে ঘটক। বর্তমানে কেউ কেউ আত্মীয়তার সূত্রে কখনো কখনো ঘটকের দায়িত্ব পালন করে। শহর এলাকায়, বিশেষত ঢাকায়, এখন ঘটকালির উদ্দেশে বেশ কটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তা ছাড়া বর্তমানে অনেকেই পূর্ব পরিচয়সূত্রে পরিণয়াবদ্ধ হচ্ছে। পেশাদার ঘটক না থাকলেও গ্রামাঞ্চলে এখনও অনেকেই এ দায়িত্ব পালন করে থাকে। তাদেরকে বলা হয় ‘রায়বার’ বা ‘বিয়ের দালাল’ বা ‘উকিল’। এদের কাছ থেকে কনের নাম-ঠিকানা ইত্যাদি সংগ্রহ করে নেয় কনেপক্ষ। গোপনে তারা বরের পরিবারের জাতপাত ও সহায়-সম্পদের খোঁজখবর নেয়। তারপর ঘটকের মাধ্যমে বাজারের হোটেলে বা অন্য কোথাও বরপক্ষের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়। অনেক ক্ষেত্রে হবু বরকেও দেখা হয়। বর পছন্দ ও পরিবার মনঃপূত হলে পাত্রীপক্ষ ঘটকের মাধ্যমে কনে দেখার তারিখ জানিয়ে দেয়।
আপনি যাকে বিয়ে করবেন, বিয়ের আগে তাকে দেখতে হবে, তার সম্পর্কে জানতে হবে। এই দেখা ও জানাকেই বলা হয় ‘কনে দেখা’ বা ‘পাত্রী দেখা’। এটিও বিয়েকেন্দ্রিক একটি সংস্কৃতি। এটি শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী প্রচলিত।
প্রাচীনকালে বাংলার গ্রামসমাজে বর কর্তৃক কনে দেখার নিয়ম ছিল না। বরের অভিভাবকই কনে দেখতে যেতেন। অভিভাবক বলতে বাবা-মা, চাচা- জেঠা, বড় ভাই বা ভাবি। বিশেষত বরের বাবা-মা নিকটাত্মীয়দের নিয়ে কনের বাড়ি গিয়ে কনেকে দেখে আসত। কনে নির্বাচনপর্ব সম্পূর্ণভাবে অভিভাবকদের জ্ঞান, রুচি, অভিজ্ঞতা ও অভিমতের দ্বারা স্থির হতো। হিন্দু সমাজে ‘ছাত্নাতলা’র ‘শুভদৃষ্টি’র অনুষ্ঠানে এবং মুসলমান সমাজের ‘বাসর ঘরে’ বর-বধূ প্রথম পরস্পরকে দেখার সুযোগ পেত। এর আগে কোনো অবস্থাতেই নয়। অভিভাবকের পছন্দ-অপছন্দের ওপর বরকে রাখতে হতো পূর্ণ বিশ্বাস ও আস্থা। তারা যাকে ইচ্ছা ছেলের বউ করে ঘরে তুলবে, বরের মতামতের কোনো গুরুত্ব ছিল না। রক্ষণশীল মুসলিম ও হিন্দু পরিবারে এখনো যে এমন নিয়ম চালু নেই তা নয়। আছে। তবে আগের তুলনায় কম। এখনো পরিচিতদের মধ্যে দু-চার জন পাওয়া যাবে যারা বাসর রাতের আগে স্ত্রীকে দেখার সুযোগ পাননি। তেমন একজনের কাছে জানতে চেয়েছিলাম, ‘যার সঙ্গে সারা জীবন কাটাবেন, তাকে না দেখেই কবুল বলে ফেললেন?’ জবাবে তিনি বলেছিলেন, ‘কী করব? বাবা-মায়ের বাধ্য সন্তান আমি। তাদের কথার বাইরে গিয়ে কোনোদিন কিছু করিনি। তারা যাকে পছন্দ করেছেন তাকে বিয়ে করা ছাড়া উপায় ছিল না।
সময়ের সঙ্গে সঙ্গে সংস্কৃতিরও পরিবর্তন হয়। শুধু অভিভাবক কর্তৃক কনে দেখার সংস্কৃতিরও পরিবর্তন হলো পরবর্তীকালে। কনে দেখার কাজে যুক্ত করা হলো বরকেও। শুধু দেখা নয়, তার মতামতকেও গুরুত্ব দেওয়া হতে লাগল। সেই ধারা এখন প্রায় প্রতিষ্ঠিত বলা চলে। গ্রামবাংলায় এই কনে দেখার অনুষ্ঠানকে বলা হতো ‘পানচিনি’। এখনো বলা হয়। কেন এই নাম? কারণ আছে। কারো বাড়িতে অতিথি হিসেবে গেলে উপহার হিসেবে সঙ্গে কিছু নেওয়াটা বাংলার চিরায়ত রীতি। প্রাচীনকালে তো আজকের মতো এত এত খাবার-দাবার ছিল না। এখন যেমন কারো বাড়িতে বেড়াতে যাওয়ার সময় সঙ্গে মিষ্টি জাতীয় কিছু নেওয়াটা রেওয়াজে পরিণত হয়েছে, তখন তো মিষ্টিরও প্রচলন ছিল না। ছিল পান-সুপারি আর চিনি-বাতাসা। এ দেশের কৃষি সভ্যতার ধারক অস্ট্রিক গোষ্ঠীর লোকেরা বিলাস-ব্যসন ও উৎসব-অনুষ্ঠানে পান-সুপারি ব্যবহার করত। কালে কালে ধর্ম ও সম্প্রদায় ভেদে বিভিন্ন উপলক্ষে এর উপযোগিতা ও কার্যকারিতা প্রসার পায়। প্রাচীনকাল থেকেই পান-সুপারি বাঙালির সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ হিসেবে চলে আসছে। সেকালে কারো বাড়িতে বেড়াতে যাওয়ার সময় সঙ্গে পান-সুপারি নেওয়াটা ছিল রেওয়াজ। বরপক্ষ প্রথম যখন কনেকে দেখতে যেত সঙ্গে নিতো পান-সুপারি আর চিনি-বাতাসা। এই পান-চিনি থেকেই কনে দেখার অনুষ্ঠানের নাম দেওয়া হয় ‘পানচিনি’ বা ‘পানচিনির দাওয়াত’। এটি ঠিক আচার নয়, একে লৌকিকতা হিসেবে গণ্য করা যায়। অঞ্চল বিশেষ ‘পাকা দেখা’ অনুষ্ঠানকেও ‘পানচিনি’ বলা হয়ে থাকে। কনের অভিভাবকের ঘরে অনুষ্ঠিত হতো বলে এবং এর মাধ্যমে বর-কনে নির্বাচনের পালা সমাপ্ত হতো বলে কোনো কোনো অঞ্চলে এটি ‘কন্যা-জোড়’ নামেও পরিচিত ছিল। হিন্দু সমাজে সাধারণভাবে ‘আশীর্বাদ’ এবং মুসলমান সমাজে ‘বায়নামা’ শব্দের ব্যবহার ছিল। এ ছাড়া ‘মঙ্গলাচরণ’, ‘লগ্নপত্র’, ‘পাটিপত্র’ ইত্যাদি নামও প্রচলিত ছিল। কুমিল্লা অঞ্চলে কনের দেখতে যাওয়ার সময় পান ও ফুল নিয়ে যাওয়ার রীতি প্রচলিত আছে। এর থেকে অনুষ্ঠানটিকে ‘পানফুল’ বলা হয়।
আদর্শ জীবনসঙ্গী খুঁজতে
এই কনে দেখা অনুষ্ঠানের নেপথ্যে যিনি থাকতেন তাকে বলা হতো ঘটক। ঘটকের আভিধানিক অর্থ ঘটনার সংঘটয়িতা। আগেই বলেছি, অতীতে ভারতীয়, বিশেষত বাঙালি সমাজে যুবক-যুবতীদের অবাধ মেলামেশার সুযোগ ছিল না। তখন পূর্বপরিচয়সূত্রে বর-কনের স্বেচ্ছায় বিয়ে সংঘটন সামাজিক বিধিবিধানের পরিপন্থী বলে গণ্য হতো। তাই ঘটকের মাধ্যমেই বিয়ে স্থির হওয়ার রীতি ছিল বহুল প্রচলিত এবং এজন্য সমাজে ঘটকের গুরুত্বও ছিল অনেক। কেউ কেউ এ পেশার দ্বারা জীবিকা নির্বাহও করত। বিবাহকার্য সম্পন্ন হওয়ার পর উভয় পক্ষ থেকে তাদেরকে পুরস্কৃত করা হতো। প্রাচীনকালে শিক্ষিত ও সম্ভ্রান্ত ব্যক্তিগণ ঘটকের পেশা গ্রহণ করতেন। তারা ‘কুলাচার্য’ নামে পরিচিত ছিলেন এবং কুলজিগ্রন্থ রচনা করতেন, যার কোনো কোনোটি বাংলার ইতিহাস রচনার উপকরণ হিসেবেও ব্যবহৃত হয়েছে। প্রাচীন যুগের কয়েকজন বিশিষ্ট ঘটক হচ্ছেন এডু মিশ্র, হরি মিশ্র, ধ্রুবানন্দ মিশ্র, দেবীবর ঘটক এবং নুলো পঞ্চানন। সমাজে এদের খুবই প্রাধান্য ছিল। বাংলায় কৌলীন্য প্রথার উদ্ভবে এ ঘটকদের একটি বলিষ্ঠ ভূমিকা ছিল বলে মনে করা হয়। পুত্র-কন্যার বিয়ে দেওয়ার সময় লোকে উচ্চবংশ সন্ধান করত, যার তথ্য পাওয়া যেত ঘটকদের কাছ থেকে। ঘটকরা বিভিন্ন বংশের মর্যাদা এবং বিশুদ্ধ কুলীনদের পরিচয় সম্বন্ধে যাবতীয় তথ্য অবগত থাকতেন। তাদের কাছে বিভিন্ন কুলীন বংশের কুলজিও থাকত এবং তাদের মাধ্যমে বংশের কৌলীন্য বহুলাংশে প্রচারিত হতো। বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের পেশাদার ঘটক ছিল। তবে তাদের মধ্যে ব্রাহ্মণ ঘটকের সংখ্যাই ছিল বেশি। হিন্দু ছাড়া অন্যান্য ধর্মের লোকদের মধ্যেও ঘটক ছিল। নারী ঘটকের সংখ্যাও কম ছিল না।
ঘটকের মাধ্যমেই বর ও কনেপক্ষ কনে দেখা অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক করত। উনিশ-বিশ শতকে বাঙালি মুসলমান সমাজে কনে দেখা অনুষ্ঠানের একটা বর্ণনা দেওয়া যাক। অনুষ্ঠানটি হতো কনের বাড়িতে। উপস্থিত থাকত উভয়পক্ষের লোকজন এবং ঘটক। কনেপক্ষ তাদের আদরের মেয়েটিকে সুন্দর করে সাজিয়ে-গুজিয়ে বরপক্ষের লোকদের সামনে হাজির করত। কনের মাথায় লম্বা ঘোমটা। কথা বলে মৃদুস্বরে। বরপক্ষের লোকজন তাকে নানা প্রশ্ন করত। যেমন তোমার নাম কী? কোন ক্লাসে পড়? তোমার বাবার নাম কী? তোমরা কয় ভাইবোন? কোরআন পড়তে জান? সুরা ইয়াসিনের কয় মুবিন (অধ্যায়) মুখস্থ জান? একটা সুরা বল তো? ইত্যাদি ইত্যাদি। এসব প্রশ্ন করত কনে ঠিকমতো কথা বলতে পারে কি-না তা যাচাইয়ের জন্য। কোনো কোনো এলাকায় যাচাই করা হতো মেয়ের বুদ্ধিও। বরপক্ষ থেকে প্রশ্ন আসত, ‘তুমি কি দুই আনা দিয়ে একটি ঘোড়া, এক আঁটি লাকড়ি এবং একটি কাঠের বাক্স কিনে দিতে পারবে?’ মেয়ে বুদ্ধিমান হলে উত্তর দিত, ‘পারব।’ পাল্টা প্রশ্ন আসত, ‘কীভাবে?’ মেয়ের উত্তর, ‘একটা দেশলাই কিনে নেব আমি।’
এভাবেই মেয়েটিকে সব প্রশ্নের উত্তর দিতে হতো। যেন একটা ইন্টারভিউ বোর্ড। ইন্টারভিউতে পাস করলে বিয়ে, ফেল করলে বিয়ে নয়। বরপক্ষ শুধু প্রশ্ন করেই ক্ষান্ত হতো না, মেয়ের চুল কতটা লম্বা বেণি খুলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে হতো বরপক্ষকে। মেয়ে ল্যাংড়া কি-না তা দেখার জন্য হাঁটানো হতো তাকে। পায়ের নিচে পানি দিয়ে জায়গাটাকে পিচ্ছিল করে তাকে হাঁটতে বলা হতো। পরীক্ষা করে দেখা হতো পিচ্ছিল জায়গায় মেয়ে ঠিকমতো হাঁটতে পারে কি-না। হাতের কোষে পানি দিয়ে দেখা হতো আঙুলের ফাঁক দিয়ে পানি পড়ে কি-না। মেয়ের দাঁতগুলো মুক্তার মতো ঝকঝকে, না আঁকাবাঁকা, দেখার জন্য হাঁ করতে বলা হতো মেয়েকে। পায়ের কাপড় সরিয়ে দেখা হতো দুই পায়ের পাতা। খুঁটিয়ে দেখা হতো আঙুলগুলো ঠিক আছে কি-না। গায়ের রঙ কালো, শ্যামলা, না ফর্সা, হাতের কবজি পর্যন্ত দেখিয়ে প্রমাণ দিতে হতো মেয়েকে। লেখাপড়া জানলে হাতের লেখা দেখার জন্য তার ঠিকানা লিখতে বলা হতো। ভালো রান্নাবান্না করতে পারে কি-না, কত রকমের আচার ও পিঠা বানাতে পারে, শ্বশুর-শাশুড়ির খেদমত করতে পারবে কি-না এ ধরনের প্রশ্নও করা হতো। সবকিছু ঠিকঠাক থাকলে, বরপক্ষের পছন্দ হলে মেয়ের হাতে গুঁজে দিত নগদ টাকা। কিংবা আঙুলে পরিয়ে দিত আংটি অথবা নাকে নাকফুল। তারপর শুরু হতো পান-চিনি বিতরণ পর্ব।
বর্তমানে আধুনিক শিক্ষা ও বিদেশি সংস্কৃতির প্রভাবে কনে দেখার রীতিনীতির পরিবর্তন ঘটেছে। বিয়ের ক্ষেত্রে এখন ঘটকের প্রয়োজনীয়তা বহুলাংশে হ্রাস পেয়েছে। পেশাগত ঘটক এখন নেই বললেই চলে। শিক্ষিতদের মধ্যে কেউ কেউ আত্মীয়তার সূত্রে কখনো কখনো ঘটকের দায়িত্ব পালন করে। শহর এলাকায়, বিশেষত ঢাকায়, এখন ঘটকালির উদ্দেশে বেশ কটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এমনকি ঘটকালির জন্য ওয়েবসাইট পর্যন্ত খোলা হয়েছে। ছেলে- মেয়েদের ছবি ও পূর্ণ পরিচয়সহ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে থাকে। সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েও ঘটকালি করা হয়। এ জন্য নির্ধারিত ফি দিয়ে প্রথমে প্রতিষ্ঠানের সদস্য হতে হয় এবং উদ্দেশ্য সফল হলে প্রতিষ্ঠানের প্রাপ্য পরিশোধ করতে হয়। সমাজ পরিবর্তনের এই ছোঁয়া গ্রামাঞ্চলেও পড়েছে। আগের মতো ঘটক আর দেখা যায় না। তাছাড়া বর্তমানে অনেকেই পূর্ব পরিচয়সূত্রে পরিণয়াবদ্ধ হচ্ছে। পেশাদার ঘটক না থাকলেও গ্রামাঞ্চলে এখনও অনেকেই এ দায়িত্ব পালন করে থাকে। তাদেরকে বলা হয় ‘রায়বার’ বা ‘বিয়ের দালাল’ বা ‘উকিল’। এদের কাছ থেকে কনের নাম-ঠিকানা ইত্যাদি সংগ্রহ করে নেয় কনেপক্ষ। গোপনে তারা বরের পরিবারের জাতপাত ও সহায়-সম্পদের খোঁজখবর নেয়। তারপর ঘটকের মাধ্যমে বাজারের হোটেলে বা অন্য কোথাও বরপক্ষের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়। অনেক ক্ষেত্রে হবু বরকেও দেখা হয়। বর পছন্দ ও পরিবার মনঃপূত হলে পাত্রীপক্ষ ঘটকের মাধ্যমে কনে দেখার তারিখ জানিয়ে দেয়। হবু বর মিষ্টি-মিঠাই ইত্যাদি এবং সঙ্গে দুলাভাই, বন্ধু-বান্ধবকে নিয়ে কনের বাড়িতে যায়। মহাধুমধামে হয় ভূরিভোজ। ভোজনপর্বের পর কনে দেখার পালা। কনেপক্ষ যাতে কোনো ফাঁকিজুকি করতে না পারে সেজন্য সঙ্গে নেওয়া হয় দু-একজন নারী। বেশিরভাগ ক্ষেত্রে সম্পর্কে তারা বরের ভাবি বা বড় বোন। নারীরা কনের সবকিছু খুঁটিয়ে দেখে। পছন্দ হলে কনের হাতে আংটি পরিয়ে দেয়।
কনে দেখার বিড়ম্বনাও কম নয়। অনেকে আছে যারা দিনের পর দিন শুধু কনে দেখে বেড়ায়। বরের পছন্দ হলে কনের হয় না। কনের হলে বরের বাবা-মায়ের হয় না। ফলে কনে দেখা চলতেই থাকে। এমন মানুষও আছে আমাদের সমাজে, যারা শত কনে দেখেও নিজের স্ত্রী নির্বাচন করতে পারেন না। এদের অনেকের ক্ষেত্রে শেষ পর্যন্ত বিয়ে করাও সম্ভব হয় না। মানুষ তাদের সন্দেহের চোখে দেখে।
কনে দেখার একটি খরচও রয়েছে। বাবা-মা, বন্ধু-বান্ধবকে নিয়ে কনে দেখার জন্য দূর-দূরান্তে যেতে হয়। গাড়ি ভাড়া, মিষ্টি, উপহার ইত্যাদিতে প্রতিবারই খরচ হয়। ফলে যত বেশি কনে দেখা হবে ততই খরচ। এতেও এক পর্যায়ে হতোদ্যম হয়ে কনে দেখা ছেড়ে দিতে দেখা গেছে অনেক বিয়ের প্রার্থীকে। কারণ এর সাথে সাথে বয়স বেড়ে যায়। কোথাও কোথাও এমন খুঁতখুঁতে পাত্রের ক্ষেত্রে বাবা-মা একজনকে পছন্দ করে তড়িঘড়ি করে বিয়ে দেন। নয়তো ছেলে থেকে যায় অবিবাহিত।
প্রাচীনকালে কনে দেখার যেসব রীতিনীতির কথা বলা হলো সেসব কি এখন নেই? প্রত্যন্ত গ্রামাঞ্চলে এখনো প্রচলিত আছে। এগুলো ভালো কি মন্দ সেই বিতর্কে যাচ্ছি না। রীতিনীতিগুলো ছিল এবং আছে। তবে আগের তুলনায় বহুলাংশে কমেছে। সমাজ বুঝতে পেরেছে কনের বাড়ি গিয়ে কনেকে দেখার এসব রীতিনীতির মধ্য দিয়ে নারীত্বের অপমান হয়। তাই তারা এসব রীতিনীতি বর্জন করতে শুরু করেছে। একুশ শতকের এই কালে বেশিরভাগ ক্ষেত্রে এখন অনুষ্ঠান করে কনে দেখার দরকার হয় না। শহরে তো বেশিরভাগ বিয়ে হয় পাত্র-পাত্রীর পছন্দের ভিত্তিতে। বিয়ের আগেই তাদের মধ্যে প্রেম চলে। তাছাড়া এখন ফেসবুকের জামানা। কনেকে এখন তার বাড়ি গিয়ে দেখতে হয় না, ফেসবুকের মাধ্যমেই সবকিছু জানা সম্ভব।
অদূর ভবিষ্যতে হয়তো কনে দেখার নিয়মটাই উঠে যাবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বর-কনের কথা হবে। তারপর দেখা-সাক্ষাৎ হবে। পারস্পরিক সিদ্ধান্তের ভিত্তিতে একটা সময়ে তারা পরিণয়ে আবদ্ধ হবে। এখনো কি তা হচ্ছে না? হচ্ছে। এই ব্যবস্থাটাও কি ঠিক? হতে পারে। আবার নাও হতে পারে। আসলে সময়ই ঠিক-বেঠিক নির্ধারণ করে দেয়। প্রাচীনকালে যা ঠিক ছিল বর্তমানে তা বেঠিক মনে হচ্ছে। আবার বর্তমানে যা ঠিক ভবিষ্যতে তা বেঠিক মনে হবে। চিরন্তন সত্য বলে কিছু নেই পৃথিবীতে। সবই পরিবর্তনীয়।
কল করুনঃ+880-1407-004393 অথবা +88-01782-006615 এ।
আমাদের মেইল করুন taslima55bd@gmail.com
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.
Where by maybe you’ve discovered the resource for the purpose of this write-up? Brilliant reading I’ve subscribed for your feed
It’s a pity you don’t have a donate button! I’d definitely donate to this brilliant blog! I suppose for now i’ll settle for bookmarking and adding your RSS feed to my Google account I look forward to new updates and will share this website with my Facebook group Talk soon!
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you. https://www.binance.info/en-IN/register?ref=UM6SMJM3
Chemist druggist is a health questions priligy and viagra combination viprofil retard voltaren And if thatГў s the case, well, it becomes very hard to believe A Rod could feel confident playing again, at age 38 with a body that has been breaking down repeatedly in recent years, without such artificial means
LA Habel, S Shak, MK Jacobs, etal A population based study of tumor gene expression and risk of breast cancer death among lymph node negative patients Breast Cancer Res 8 R25, 2006 Crossref, Medline, Google Scholar 8 can i purchase cheap cytotec online 2012 Simultaneous liver kidney transplantation summit Current state and future directions
Thanks again for the blog.Really looking forward to read more. Much obliged.
I appreciate you sharing this blog.Really thank you! Great.
A motivating discussion is definitely worth comment. I believe that you need to write more on this topic, it might not be a taboo subject but typically people do not talk about such subjects. To the next! Cheers!!
Great blog.Really looking forward to read more. Want more.
Aw, this was a very good post. Taking a few minutes and actual effort to produce a top notch article… but what can I say… I hesitate a whole lot and never seem to get anything done.
A round of applause for your blog.Thanks Again. Really Cool.
Thanks-a-mundo for the article post.Thanks Again. Awesome.
I really liked your post.Much thanks again. Really Great.
Say, you got a nice blog article.Thanks Again. Want more.
Fantastic article.Really thank you! Great.
Thanks again for the blog.Thanks Again. Keep writing.
Fantastic blog post.Thanks Again. Cool.
I appreciate you sharing this article post.Really thank you!
amlodipine and simvastatin norvasc what does amlodipine do
purchase oral ivermectin stromectol for sale – ivermectin gel
rx care pharmacy pearland tx us pharmacy online
I’m not positive where you are getting your info, however great topic.I needs to spend some time studying more or understanding more.Thanks for great info I used to be on the lookout for this info for my mission.
I really prize your piece of work, Great post.Also visit my blog post yeast infection
I still can’t quite think I could always be one of those
ivermectin cream 1 – stromectol oral purchase stromectol online
Thanks a lot! Valuable information.writing persuasive essays college diversity essay phd thesis writing services
fantastic points altogether, you just received a new reader. What might you suggest in regards to your put up that you simply made a few days ago? Any positive?
briarcrest apartments rentberry scam ico 30m$ raised melrose place apartments
I would like to thank you for the efforts you have put in penning this blog. I am hoping to check out the same high-grade content from you in the future as well. In truth, your creative writing abilities has encouraged me to get my own blog now
This article presents clear idea in favor of the new viewers of blogging,that in fact how to do blogging.
Liên Kết Xem Trực Tiếp Chelsea Vs Leicester, Soccer Anh Ngày Hôm Nay 19 xem trưc tiếp bóng đáTrong vượt khứ, Bình Dương đang được chiếm ưu thế về đo đếm cùng với 15 thành công, 8 trận hoà và chỉ thua SLNA 12 lần.
mardenoticiasguerrero.com.mx vs stromectol ivermectin for humans for sale ivermectine vidal
Keep on writing, great job!Also visit my blog forum.adm-tolka.ru
Great blog article.Really looking forward to read more. Cool.
Perfectly composed articles, thank you for information. “The bravest thing you can do when you are not brave is to profess courage and act accordingly.” by Corra Harris.
Asking questions are actually fastidious thing if you arenot understanding something completely, except this post provides pleasant understanding even.
He put out for a short walk, but now all he could see were mangroves and drinking water were all for miles.
Excellent post. I was checking continuously this blog and I’m impressed! Very helpful information particularly the last part I care for such info much. I was seeking this particular info for a very long time. Thank you and best of luck.
It’s in reality a great and useful piece of information. I am glad that yousimply shared this helpful info with us.Please stay us up to date like this. Thank you for sharing.Here is my blog post :: секс шоп
Thanks, I have just been searching for information approximately this subject for a while and yours is the best I have found out so far. But, what about the conclusion? Are you certain in regards to the supply?
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.
Greetings! Very useful advice within this post!It’s the little changes which will make the most significant changes.Thanks a lot for sharing!
I’m curious to find out what blog system you’re utilizing?I’m experiencing some minor security problems with my latest blog and I’d like to findsomething more safe. Do you have any suggestions?
I know this if off topic but I’m looking into starting my own weblog and was wondering what all is required to get set up? I’m assuming having a blog like yours would cost a pretty penny? I’m not very internet savvy so I’m not 100 certain. Any recommendations or advice would be greatly appreciated. Appreciate it
It’s onerous to search out knowledgeable individuals on this topic, however you sound like you realize what you’re speaking about! Thanks
Currently it looks like WordPress is the preferred blogging platform available right now. (from what I’ve read) Is that what you’re using on your blog?
I appreciate, cause I found just what I was looking for. You’ve ended my 4 day long hunt! God Bless you man. Have a great day. Bye
Thank you for sharing excellent informations. Your website is very cool. I am impressed by the details that you have on this web site. It reveals how nicely you perceive this subject. Bookmarked this web page, will come back for extra articles. You, my friend, ROCK! I found simply the info I already searched everywhere and just could not come across. What an ideal web-site.
I precisely wished to say thanks once again. I do not know the things that I could possibly have implemented in the absence of the actual concepts contributed by you relating to that concern. It absolutely was the scary crisis in my circumstances, however , being able to view the very specialized manner you processed it forced me to leap with delight. Now i’m happy for this service and thus sincerely hope you really know what an amazing job you’re providing educating people through a web site. I’m certain you’ve never come across any of us.
Keep working ,remarkable job!
Magnificent website. A lot of useful information here. I’m sending it to a few friends ans additionally sharing in delicious. And naturally, thanks in your sweat!
Terrific work! This is the type of info that should be shared around the net. Shame on the search engines for not positioning this post higher! Come on over and visit my website . Thanks =)
I have read a few excellent stuff here. Definitely price bookmarking for revisiting. I wonder how a lot attempt you set to make one of these fantastic informative site.
You made some clear points there. I looked on the internet for the subject and found most persons will approve with your blog.
trimoxazole antibiotics trimethoprim sulfamethoxazole dosage
I truly appreciate this post. I抳e been looking everywhere for this! Thank goodness I found it on Bing. You have made my day! Thx again
Hello there, I found your blog via Google while searching for a related topic, your site came up, it looks great. I’ve bookmarked it in my google bookmarks.
tamoxifen breast cancer startwev – tamoxifen premenopausal
I truly appreciate this blog article.Really looking forward to read more. Will read on…
Appreciate you sharing, great blog post. Keep writing.
Aw, this was an incredibly good post. Taking a few minutes and actual effort to make a superb article… but what can I say… I hesitate a lot and never seem to get nearly anything done.
A round of applause for your article post.Thanks Again. Much obliged.
Really appreciate you sharing this blog article.Really thank you!
Excellent way of describing, and good article to take facts regarding my presentation topic, which i am going to deliver in academy.
wow, awesome article post. Great.
Enjoyed every bit of your article post.Really looking forward to read more. Awesome.
Your mode of describing everything in this piece ofwriting is truly nice, every one be able to simply know it, Thanks a lot.
I truly appreciate this post.Really looking forward to read more. Really Cool.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.
Fantastic post. Really Cool.
canadianpharmacymeds online pharmacy delivery dubai
I cannot thank you enough for the post.Really looking forward to read more. Much obliged.
Muchos Gracias for your article post.Much thanks again. Cool.
Great article post.
Im grateful for the post.Really looking forward to read more. Really Cool.
I do not even know the way I ended up here, however I assumed this put up was great. I don’t know who you’re however certainly you are going to a famous blogger should you are not already Cheers!
fantastic points altogether, you just won a emblem new reader. What may you recommend about your put up that you just made a few days ago? Any certain?
Thanks a lot for the article.Much thanks again. Want more.
I value the article post.Really looking forward to read more. Fantastic.
Really appreciate you sharing this article post.Thanks Again. Will read on…
Very neat blog post.Really thank you! Really Cool.
Awesome article. Keep writing.
I loved your blog article.Much thanks again. Really Great.
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.
Im thankful for the blog.Really thank you! Cool.
This is a very good tip particularly to those new to the blogosphere. Brief but very accurate information… Appreciate your sharing this one. A must read post!
I have to thank you for the efforts you’ve put in penning this blog. I really hope to check out the same high-grade blog posts from you later on as well. In fact, your creative writing abilities has encouraged me to get my very own blog now
Thanks for sharing, this is a fantastic article post. Will read on…
Thank you for sharing your thoughts. I truly appreciate your efforts and I am waitingfor your further write ups thanks once again.
I really like and appreciate your blog article.Thanks Again. Will read on…
I need to to thank you for this wonderful read!!I absolutely enjoyed every bit of it. I have got you book-marked tocheck out new stuff you post…
Asking questions are actually good thing if you are not understanding something fully, but this piece of writing offers nice understanding yet.
Good article. I will be facing many of these issues aswell..
Enjoyed every bit of your article.Really looking forward to read more.
Heya i am for the first time here. I came across this board and I find It truly useful& it helped me out a lot. I hope to give something back and help others like you helpedme.
I really like and appreciate your post.
Really appreciate you sharing this article post. Really Great.
It’s an awesome post designed for all the internet visitors; they will obtain benefit from it I am sure.
nokia 12 vs nokia 11: toda la gran divergencia y si infinitivo mejora
Aw, this was an extremely nice post. Finding the time and actual effort to make a top notch articleÖ but what can I sayÖ I put things off a whole lot and never manage to get nearly anything done.
Thanks again for the blog article.Much thanks again. Great.
I really liked your blog. Much obliged.
Very good article post.Thanks Again. Much obliged.
Really enjoyed this blog article.Much thanks again. Fantastic.
Awesome article post.Much thanks again.
Very good article post.Really thank you! Really Great.
Very neat article post. Cool.
Good blog you’ve got here.. Itís hard to find high quality writing like yours nowadays. I truly appreciate individuals like you! Take care!!
I am genuinely happy to glance at this blog posts which carries lots of valuable information, thanks for providing these information.
Greetings! Very helpful advice in this particular post! It is the little changes that make the largest changes. Thanks for sharing!
I truly appreciate this article.Thanks Again. Great.
This is a topic that’s close to my heart… Thank you!Exactly where are your contact details though?
Major thankies for the article.Really looking forward to read more. Want more.
I’ll right away snatch your rss feed as I can not to find your e-mail subscription hyperlink or newsletter service. Do you’ve any? Kindly permit me understand in order that I may subscribe. Thanks.
A big thank you for your article post.Really looking forward to read more. Much obliged.
Good way of describing, and fastidious post to get data on the topic of my presentation topic, which i am going to convey in institution of higher education.
Great article. I will be dealing with a few of these issues as well..
I appreciate you sharing this article post. Awesome.
naked dating our time dating adult dating
Muchos Gracias for your post.Much thanks again. Cool.
Thanks a lot! I like this! best essay for you dissertation writing dissertation or thesis
Really a good deal of useful knowledge!essay helpers gaming the classroom professional business letter writing services
A motivating discussion is definitely worth comment. There’s no doubt that that you should write more on this subject, it may not be a taboo subject but generally people don’t talk about these issues. To the next! Kind regards!!
Wow, great blog article.Really thank you! Awesome.
Thank you for your article.Much thanks again. Great.
Thank you ever so for you post.Really looking forward to read more. Great.
Hi! This post couldn’t be written any better!Reading this post reminds me of my good old room mate! He always keptchatting about this. I will forward this write-up to him. Pretty sure he will have a good read.Many thanks for sharing!
Very informative blog post. Fantastic.
Thanks a lot for the blog.Really thank you!
wow, awesome blog.Much thanks again. Really Great.
Very informative article post.Really looking forward to read more. Really Great.
Good article and straight to the point. I am not sure if this is actually the best place to ask but do you people have any ideea where to get some professional writers? Thank you
Appreciate you sharing, great blog article. Much obliged.
Really informative blog.Much thanks again. Really Cool.
This looks better than anything I’ve seen in restaurants!gambling
Fantastic article post. Great.
pretty practical stuff, overall I imagine this is worth a bookmark, thanks
I appreciate the honest review—so many blogs just sell the dream.gambling
Only a smiling visitant here to share the love (:, btw outstanding pattern. «Make the most of your regrets… . To regret deeply is to live afresh.» by Henry David Thoreau.
Very good article post.Really looking forward to read more. Great.
Wow! This could be one particular of the most helpful blogs We have ever arrive across on this subject. Basically Excellent. I’m also an expert in this topic so I can understand your hard work.
I truly appreciate this article post.Much thanks again.