বিয়ের পর নতুন সংসার সাজানোর জন্য খাট, আলমারি, ড্রেসিং টেবিল, সোফাসহ আরও কত কিছুই না লাগে! এখনকার নবদম্পতিরা চান নিজের মতো করে নতুন ফার্নিচার দিয়ে সংসার সাজাতে। ছিমছাম উপায়ে ঘরকে কীভাবে আরামদায়ক করে তোলা যায় সেই চিন্তাই থাকে সবার। ঘর সাজানোর জন্য ধরাবাঁধা কোনো নিয়ম না থাকলেও অনেক ক্ষেত্রে খুব সাধারণ ভুল অনেকেই করে ফেলেন। ঘরের সাজসজ্জা মানুষের ব্যক্তিত্ব ও রুচির পরিচয় বহন করে। তাই অল্প খরচে বাসা সাজানো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এতে আপনার রুচির প্রকাশটা যেমন ঘটবে, তেমনি আপনার মনটাও থাকবে বেশ ফুরফুরে।
ঘর সাজনোর কথা মাথায় এলেই কিভাবে সাজাবেন, কি কি ফার্ণিচার কিনবেন, কোথায় পাবেন, খরচ কেমন পড়বে ইত্যাদি নানা ধরনের অনেক প্রশ্ন জাগে। কর্মজীবী সদ্যবিবাহিত দম্পতিরা সংসার সাজানোর শুরুতেই এসব নানা ভাবনার সম্মুখীন হয়ে হারিয়ে ফেলেন কূলকিনারা। পোহাতে হয় নানা ঝক্কিঝামেলা। তবে একটু বুদ্ধি খাটিয়ে সামর্থ্যের মধ্যেই সুন্দর করে সাজানো যেতে পারে নতুন সংসার।
আমাদের আজকের এই আর্টিকেলে রয়েছে যারা নতুন সংসার শুরু করবেন কিন্তু হাতে বাজেট কম, তাদের জন্য রয়েছে কম খরচে খুব সুন্দরভাবে ঘর সাজানোর টিপস।
ঘর সাজানোর জন্য দরকারী ফার্ণিচার লিস্ট
বিয়ের পর নতুন সয়সার সাজানোর আগে সবচেয়ে প্রয়োজনীয় ফার্ণিচারগুলোর লিস্ট বানিয়ে নেওয়া উচিত। বিলাসী পণ্যের দিকে পরে নজর দেবেন। প্রথমে ঘরের কাজকর্ম সব একদম পারফেক্টভাবে করার জন্য যা যা দরকার তার লিস্ট করে ফেলুন। শোবার ঘরের খাট, বসার ঘরের সোফা সেট, খাবার ঘরের টেবিল, কাপড় রাখার ওয়ারড্রব, ড্রেসিং টেবিল, আলমারি, শো-কেস ইত্যাদি সংসারে সবচেয়ে দরকারী ফার্ণিচার। এসব আসবাব বানিয়েও নিতে পারেন, অথবা শো-রুম থেকেও কিনতে পারেন।
এসব আসবাবপত্রের পরেই প্রয়োজন হবে ফেব্রিকসের। যেমন- পর্দা, কুশনকভার, বিছানার চাদর এর মত প্রয়োজনীয় জিনিস। এছাড়াও প্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে আছেঃ ঘড়ি, লাইট, ফ্যান, ঝাড়ু, পাপোষ, আয়রন, বাথরুমের যাবতীয় জিনিসপত্র যেমন -ব্রাশ-পেস্ট রাখার র্যাক, বালতি, মগ রান্নাঘরের সরঞ্জাম ইত্যাদি। আর রান্নাঘরের জন্য লাগবে হাড়ি-পাতিল, গ্যাসের চুলা, কড়াই, চামচ, থালাবাসন, গ্লাস, মসলাদানী, দা-বটি ইত্যাদি।
আদর্শ জীবনসঙ্গী খুঁজতে
নতুন সংসারে ইলেকট্রনিক্স আইটেম কি কি লাগবে?
ঘর সাজানোর জন্য এরপর আসি ইলেকট্রনিক্স আইটেমে। ইলেকট্রনিক্স জিনিসের মধ্যে টেলিভিশন, রেফ্রিজারেটর, প্রেসার কুকার, রাইসকুকার, মাইক্রো ওভেন গুরুত্বপূর্ণ। তাছাড়া এখন ওয়াশিং মেশিনও অতি প্রয়োজনীয় যন্ত্র। সময় বাঁচাতে টোস্টার, স্যান্ডউইচ মেশিন, ব্লেন্ডার, কফি মেকার, ওয়াটার হিটার কিনতে পারেন।
ঘর সাজানোর জন্য বেডরুমের ফার্ণিচার লিস্ট
বাসার সবগুলো রুমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘরটি হলো বেডরুম। কারণ দিনের শুরু এবং শেষটা হয় এই বেডরুম থেকেই । বেডরুমের প্রধান ফার্ণিচারই হলো খাট। খাট ছাড়া কি বেডরুম ভাবা যায়? কাঠ, পারটেক্স অথবা স্টিলের তৈরী ভালো মানের খাট এখন পাওয়া যায় খুব কম দামে। খাটের পর বেডরুমের প্রয়োজনীয় ফার্ণিচারগুলো হলো আলনা, ড্রেসিং টেবিল, ওয়ারড্রব বা আলমারি। বেডরুমের সাইজটা যদি একটু ছোট হয় তাহলে খাটের বদলে ম্যাট্রেস বসিয়ে তার ওপরে ছোট ছোট রঙিন কুশন ছড়িয়ে দিলে দেখতে খুবই ভালো লাগবে।
ঘুমের সময় বই পড়ার অভ্যেস থাকলে খাট বা ম্যাট্রেসেরে পাশে টেবিল ল্যাম্প রাখতে পারেন। খাটের একপাশে দেয়ালের ধারঘেঁষে ছোট একটা শেলফে বই রাখতে পারেন। শোবার ঘরের ড্রেসিং টেবিলটা রাখা উচিত জানালার কাছে। এতে করে সাজগোছ করার সময় আলো নিয়ে কোনো অসুবিধা হবে না। ড্রেসিং টেবিলের পাশে আলনা বা ওয়ারড্রব রাখতে পারেন। শোবার ঘরে জানালার পর্দা ভারী হলে ভালো হয়। ভাইব্রেন্ট কালারের পর্দায় ঘর বেশ উজ্জ্বল দেখায়। সম্ভব হলে বেডরুমেই টিভি রাখতে পারেন।
ডাইনিং রুমে কি ফার্ণিচার লাগবে?
বেডরুমের পরেই আসে ডাইনিং রুম সাজানোর পালা। ডাইনিং রুমের প্রধান ফার্ণিচার হলো ডাইনিং টেবিল। ডাইনিং টেবিলটি হতে পারে ফোর সিটেড অথবা সিক্স সিটেড। বাসা যদি ছোট হয় তাহলে খাবার ঘরে ফোল্ডিং টেবিল ব্যবহার করা উত্তম। ডাইনিং টেবিলের ওপর সবসময় একগুচ্ছ তাজা ফুল রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। ফ্রিজ সাধারণত ডাইনিং রুমেই রাখা হয়।
ঘর সাজানোর জন্য ড্রয়িং রুমের ফার্ণিচার
বাড়িতে অতিথি এলে তাকে যে ঘরে বসানো হয় সেটা হচ্ছে ড্রয়িং রুম বা বসার ঘর। ড্রয়িং রুম বা বসার ঘরের সবচেয়ে প্রয়োজনীয় ফার্ণিচার হচ্ছে সোফা। ড্রয়িং রুমের রুমের সাইজ অনুযায়ী সোফা নির্বাচন করবেন। সোফার বদলে এখন অনেকে ডিভান ব্যবহার করছেন। সোফার চেয়ে ডিভান বেশ কম দামে পাওয়া যায়। এছাড়া মেঝেতে ফোম বসিয়ে বা মাদুর বা শতরঞ্জি পেতে তার ওপর বড় কুশন সাজিয়ে দেয়া যেতে পারে। বেডরুমের পরিবর্তে চাইলে বসার ঘরে টিভি রাখতে পারেন।
ড্রয়িং রুমরে দেয়ালে বিভিন্ন পেইন্টিংসও ঝুলিয়ে রাখতে পারেন। সাথে যোগ করতে পারেন টি-টেবিল, ফুলদানি, ওয়াল পেপার বা ওয়াল স্টিকার। ঘরের দেয়াল যদি বড় হয় তাহলে বড় ক্যানভাস, ঘড়ি এবং কার্পেটের সঙ্গে মিল রেখে জানালায় পর্দা এবং কুশন রাখলে বেশ সুন্দর দেখাবে।
ঘর সাজানোর টিপস- রান্নাঘর সাজাবেন কিভাবে?
ছোট বাসা এবং ছোট সংসার হলে ঘরে বাড়তি কোনো খাবার টেবিল না রেখে কিচেনের সঙ্গে কিচেন টপের ব্যবস্থা করে দুজনে আরামে বসে খেতে পারবেন। ঘরে ছোটখাটো পার্টির কাজটাও সারতে পারবেন এর মাধ্যমে। এতে ঘরে জায়গা কম লাগবে। কিচেন ক্যাবিনেট, কিচেন কাউন্টার, কিচেন সিংক, গ্যাসের চুলা, হাড়ি-পাতিল, থালা-বাসন এবং মসলার কৌটা রাখার জন্য র্যাক বা শেলফ সবকিছুই থাকা চাই রান্নাঘরে।
ঘর সাজানোর সময় বারান্দায় কি রাখবেন?
বাসার বারান্দায় সাইজ অনুযায়ী ইজি চেয়ার ও একটি টি-টেবিল রাখলে আকর্ষণীয় মনে হবে। অবসরে গান শোনা কিংবা বই পড়ার জন্য ব্যালকনিতে রকিং-চেয়ারও রাখতে পারেন। বারান্দার সিলিং থেকে ঝুলন্ত টবে আপনার পছন্দের গাছ রাখতে পারেন। গাছ আপনার বাসাকে রঙিন ও জীবন্ত করে তুলবে। যদি বাগান করার শখ থাকে তাহলে পুরোনো বোতল কেটে বা টিনের কৌটায় অথবা কাচের ছোট জারে ছোট ছোট গাছ, পাতাবাহার বা ক্যাক্টাস গাছ এনে সাজাতে পারেন। সম্ভব হলে বারান্দার ইনডোর প্লান্টসের সঙ্গে রাখুন একটি দোলনা।
ঘর সাজানোর জন্য পর্দা এবং কুশন কভার
ঘরের আরেকটি বিশেষ অনুষঙ্গ হল পর্দা। ঘরে স্নিগ্ধতা আনতে পর্দাকেই সবার আগে বেছে নেয়া হয়। ঘরের দেয়ালের রং, আকার ও আয়তন বুঝে হালকা ও উজ্জ্বল রঙের পর্দা লাগাতে পারেন। হলুদ, কমলা, লাল, সবুজ বা কালচে লাল রঙের ফ্লোরাল প্রিন্ট বেছে নিতে পারেন পর্দার ক্ষেত্রে। আর পর্দার রঙের সঙ্গে মিলিয়ে বসার ঘরের কুশন কভারও বানিয়ে নিতে পারেন বিভিন্ন ধরনের ফ্লোরাল প্রিন্টের। সোফার কভারের ক্ষেত্রে যদি ফ্লোরাল প্রিন্ট ব্যবহার করতে না চান তাহলে এক্ষেত্রে একটু গাঢ় রং বেছে নিন। আবার চার-পাঁচটি রঙ এর কুশন কভারও ব্যবহার করতে পারেন।
ঘরের দেয়াল হালকা রং করলে ঘর বেশ উজ্জ্বল দেখায়। যেহেতু নতুন সংসার এমনিতেই ভালোবাসায় ভরপুর থাকে, তাই উজ্জ্বল রঙই ঘরকে আরো বেশি প্রাণবন্ত করে রাখে। ঘরে রঙ করতে চাইলে স্কাইব্লু, পিচ, বা লাইট ইয়েলো রঙ বেছে নিতে পারেন।
শো-পিস এবং অন্যান্য জিনিস
প্রয়োজনীয় আসবাবপত্র দিয়ে ঘর সাজানোর কাজটা হয়ে গেলে যদি হাতে টাকা থাকে তাহলে ছোট ছোট কিছু শো-পিস দিয়ে ঘরের সৌন্দর্য আরো বাড়াতে পারেন। এজন্যও খুব বেশি খরচ হবে না। জমিয়ে রাখা নুড়ি পাথর, ঝিনুক বা মার্বেল অথবা জমানো ডাকটিকিটগুলো একটা কাঁচের পাত্রে সাজিয়ে রাখতে পারেন। এতে আপনার ঘর হবে একটু ভিন্নভাবে সজ্জিত এবং ঘরের সৌন্দর্যও বৃদ্ধি পাবে।
ঘরে শান্তিময় পরিবেশ রাখার জন্য কিংবা মিষ্টি টুংটাং শব্দ শোনার জন্য বেডরুমে বা বসার ঘরের জানালাতে উইন্ড চাইম ঝুলিয়ে রাখতে পারেন। একটি মাত্র উইন্ড চাইমই ঘরের আবেদন অনেকখানি বাড়িয়ে দিতে পারে।
ঘরে সুন্দর লাইটিং অ্যারেঞ্জমেন্টের জন্য বিভিন্ন ধরনের ল্যাম্প হোড, হ্যাংজিং লাইট, ঝাড়বাতি ও মোমবাতি ব্যবহারেও তৈরি করতে পারেন নান্দনিক পরিবেশ। এ ছাড়া ঘরের বিভিন্ন কোণে ইনডোর প্লান্টসও রাখতে পারেন। সুন্দর ডিজাইনের ফুলদানি, সুগন্ধি মোম, লণ্ঠন ইত্যাদিও কিনতে পারবেন বেশ অল্প দামেই।
কম খরচে সুন্দরভাবে ঘর সাজানোর টিপস
আগেই বলেছি ঘর সাজানোর জন্য প্রথমেই বিলাসী জিনিসপত্র কিনবেন না। নতুন সংসারে যে জিনিসের প্রয়োজন বেশি তা আগে কিনতে হবে যেমন, খাট, চেয়ার, টেবিল, আলমারি ইত্যাদি। এগুলো যেহেতু প্রাথমিক চাহিদা মেটাতে প্রয়োজন তাই এগুলো আগে কিনতে হবে এবং পরে অন্যান্য জিনিস নিতে হবে। আবার একেবারে শুরুতেই বেশি আসবাব কেনা উচিত নয় কারন ভবিষ্যতে বাসা বদলের প্রয়োজন হলে বেশী ফার্ণিচার সরাতে বেশ সমস্যায় পরতে হবে। আর বাজেট কম থাকলে নতুন সংসারের ক্ষেত্রে সেকেন্ডহ্যান্ড আসবাবপত্র কেনা ভালো, এতে খরচও বাঁচবে আবার প্রয়োজন ও মিটবে।
খরচ কমাতে কাঠ বাদে অন্যান্য পারটেক্স, স্টিল, এবং প্লাস্টিকের আসবাব কিনতে পারেন। দেয়াল আলমারি করতে পারেন, দেয়ালে তাক বানাতে পারেন বই বা অন্যান্য জিনিস রাখার জন্য। ড্রেসিং টেবিল না বানিয়ে দেয়ালে আয়না লাগাতে পারেন। ঘরের প্রতিটি ফার্নিচার অনেক ভেবেচিন্তে নির্বাচন করুন। ফার্নিচার কেনার সময় দু’জনের মতামতকে সমান প্রাধান্য দিন। আর ফার্নিচার কেনার সময় ঘরের আকারের সঙ্গে সামঞ্জস্য রেখে কিনলে ঘরটা বেশ খোলামেলা থাকবে এবং আলো-বাতাস চলাচল করবে।
ঘর সাজানোর শেষ কথা
ঘর সাজানোর ক্ষেত্রে একটু বুদ্ধি আর সৃজনশীলতা আপনার ব্যক্তিত্ব আর রুচিশীলতাকে ফুটিয়ে তুলবে। ঘর এমনভাবে সাজানো উচিৎ যাতে সারাদিনের কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীরে ঘরে ফিরলেও মনটা প্রশান্তিতে ভরে যায়। আপনি আপনার ঘর যেভাবেই সাজান না কেন, তা যেন কোন ভাবেই আপনার স্বাচ্ছন্দ্যকে নষ্ট না করে, সে দিকটি বিশেষভাবে খেয়াল রাখবেন। তাছাড়া বিয়েতে সবকিছু মিলিয়ে এমনিতেই অনেক খরচ হয়। এজন্য চেষ্টা করবেন যতটা সম্ভব প্ল্যান করে প্রতিটি কাজ করতে। খুব বেশি খরচ না করে ভালোবাসার দৃঢ় গাঁথুনিতেই সজ্জিত হতে পারে ছোট্ট নতুন সংসার। তার জন্য দরকার পরস্পরের প্রতি আন্তরিকতা, শ্রদ্ধাবোধ এবং বিশ্বাস।
কল করুনঃ+880-1407-004393 অথবা +88-01782-006615 এ।
আমাদের মেইল করুন taslima55bd@gmail.com
india pharmacy mail order http://indiaph24.store/# cheapest online pharmacy india
reputable indian online pharmacy
buying prescription drugs in mexico online: mexico pharmacy – buying prescription drugs in mexico online
cheapest online pharmacy india http://indiaph24.store/# Online medicine order
cheapest online pharmacy india
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
I was more than happy to uncover this site. I need to to
thank you for ones time for this particularly wonderful read!!
I definitely appreciated every part of it and I have you bookmarked to look at new things in your blog.
I am really loving the theme/design of your web site.
Do you ever run into any web browser compatibility issues? A couple of my blog visitors have complained about my blog not operating correctly in Explorer but looks great in Firefox.
Do you have any recommendations to help fix this issue?
I think this is a real great blog post.Thanks Again. Keep writing.
Your means of telling the whole thing in this article is truly good, every one be capable of easily know it, Thanks a lot.
Actually no matter if someone doesn’t be aware of then its up to other visitors that they will help, so here it happens.
will ivermectin kill tapeworms durvet ivermectin paste equine dewormer
Looking forward to reading more. Great blog post.Thanks Again. Keep writing.
Very neat post.Really thank you! Awesome.
Major thanks for the blog.Really thank you! Really Great.
Great, thanks for sharing this blog.Really looking forward to read more. Great.
A big thank you for your post.Really looking forward to read more. Cool.
wow, awesome article post.Thanks Again. Really Great.
I value the blog article.Much thanks again. Cool.
Really appreciate you sharing this blog post. Want more.
Thanks for the blog article.Thanks Again. Really Great.
Hi friends, its wonderful piece of writing on the topic of teachingand fully defined, keep it up all the time.Stop by my blog: perfume subscription
azithromycin gegen pickel – clamelle over the counter can you get pregnant on zithromax
I have to thank you for the efforts you’ve put in writing this blog. I’m hoping to see the same high-grade blog posts by you in the future as well. In truth, your creative writing abilities has encouraged me to get my very own blog now
Fantastic blog post.Much thanks again. Want more.
This is my first time visit at here and i am really happy to readeverthing at alone place.
I really enjoy the article post. Want more.
Good respond in return of this matter with solid arguments and describing all about that.
trimethoprim sulfamethoxazole side effects trimethoprim sulfate and polymyxin b sulfate
Heya just wanted to give you a quick heads up and let you know afew of the images aren’t loading properly. I’m not sure why but I think its a linking issue.I’ve tried it in two different internet browsers and both show the same outcome.
Muchos Gracias for your article. Really Cool.
télécharger la photo de profil instagram sur l’ordinateur
Excellent read, I just passed this onto a friend who was doing a little research on that.And he just bought me lunch since I found it for him smile Solet me rephrase that: Thanks for lunch!Feel free to visit my blog post :: facial care
This is one awesome post.Really thank you! Awesome.
Hi there! I’m at work surfing around your blog from my new iphone! Just wanted to say I love reading through your blog and look forward to all your posts! Carry on the great work!
Im thankful for the article post.Thanks Again. Cool.
It’s hard to find experienced people about this topic, but you sound like you know what you’re talking about! Thanks
I like this post, enjoyed this one thank you for putting up. „We seldom attribute common sense except to those who agree with us.” by La Rochefoucauld.
Fantastic blog article.Really looking forward to read more. Cool.
Hello my loved one! I wish to say that this post is amazing, nice written and come withalmost all vital infos. I would like to see moreposts like this .
sulfamethoxazole side effects sulfamethoxazole and alcohol
Major thankies for the post.Much thanks again. Really Cool.
I really like and appreciate your article post.Thanks Again. Want more.
We use this cookie to document the URL which customers are redirectedto after logging into me.playerauctions.commobile legends account free 2021 Lvl 30 Accountmobile legends account free
Great post. Awesome.
Appreciate you sharing, great article post. Great.
Great, thanks for sharing this post. Want more.
Very good article. Great.
A round of applause for your blog article.Really looking forward to read more.
I really enjoyed this article. Thank you for creating it. I’ll return to read some more.
I appreciate you sharing this article post. Cool.
I appreciate you sharing this blog. Cool.
Really enjoyed this post.Really looking forward to read more. Awesome.
29998 318510Woh I like your content material , saved to favorites ! . 547145
Thanks-a-mundo for the blog post.Much thanks again. Fantastic.
Very neat blog article.Really looking forward to read more. Will read on…
Awesome article post.Much thanks again.
Thanks again for the blog article.Thanks Again. Awesome.
Thanks so much for the blog post.Much thanks again. Keep writing.
I value the blog.Much thanks again. Really Cool.
Thanks for sharing, this is a fantastic blog article. Want more.
Muchos Gracias for your blog post.Much thanks again. Much obliged.
Fantastic article.Much thanks again. Really Great.
Very informative blog.Much thanks again. Want more.
affordable essay writing service my homework help white paper writer
I have fun with, result in I discovered exactly what I used to be looking for. You’ve ended my 4 day long hunt! God Bless you man. Have a great day. Bye
Thanks again for the blog article.Really thank you! Really Great.
felony approved apartments near me broad ripple apartments apartments in hilliard ohio
I blog quite often and I truly appreciate your information. The article has truly peaked my interest. I’m going to bookmark your blog and keep checking for new information about once a week. I subscribed to your RSS feed too.
wow, awesome post.Thanks Again. Really Cool.
Good day! Would you mind if I share your blog with mymyspace group? There’s a lot of people that I thinkwould really enjoy your content. Please let me know. Thanks
Very informative article post.Really thank you! Really Cool.
I blog quite often and I seriously appreciate your information. This article has really peaked my interest. I am going to book mark your blog and keep checking for new details about once per week. I subscribed to your Feed too.
No matter if some one searches for his required thing, therefore he/she desires to be available that in detail, thus thatthing is maintained over here.
Aw, this was an extremely good post. Finding the time and actual effort to produce a superb article… but what can I say… I procrastinate a lot and don’t seem to get nearly anything done.
Many thanks for sharing this fine write-up. Very interesting ideas! (as always, btw)
There is noticeably a lot to know about this. I think you made some nice points in features also.
Enjoyed every bit of your blog.Really looking forward to read more. Will read on…
Fantastic article post. Awesome.
Thanks-a-mundo for the article post.Much thanks again. Fantastic.
Muchos Gracias for your blog post.Much thanks again. Awesome.
Major thankies for the blog.Really looking forward to read more. Great.
Thanks so much for the article post.Really thank you!
Looking forward to reading more. Great post. Keep writing.
I really enjoy the article post.Really looking forward to read more. Want more.
I am so grateful for your blog post. Will read on…
I just added your RSS Feed on my RSS reader, it is so nice to read your blog.`*”*.
Thank you for your blog post. Much obliged.
the same topics discussed here? I’d really love to be a part of community where
Thank you for sharing your thoughts. I really appreciate your effortsand I will be waiting for your further write ups thanksonce again.my blog :: Latosha
Thanks a lot for the blog.Really thank you! Want more.
Thank you for another excellent article. Where else could anybody get that kind of info in such a perfect way of writing? I have a presentation next week, and I am on the look for such info.
This is one awesome blog.Thanks Again. Fantastic.
No matter if some one searches for his essential thing,so he/she desires to be available that in detail, therefore that thing is maintained over here.
Thank you ever so for you blog post. Really Cool.
I do accept as true with all the ideas you’ve offered for your post.They’re very convincing and can definitely work.Still, the posts are too brief for starters. May you please prolong them abit from subsequent time? Thanks for the post.
What’s up friends, how is everything, and what you wouldlike to say concerning this article, in my view its really awesome in favor of me.
I truly appreciate this post.Really looking forward to read more. Fantastic.
Thanks for sharing your info. I really appreciate your efforts and I amwaiting for your next write ups thank you once again.
These contracts also outline how the union can address grievancesif workers think the contract hasn’t been upheld on the employer’s finish.
Thanks for the blog.Really looking forward to read more. Really Cool.
the mutual network of a component, j, lipid, or hemorrhage, the different. order research papers Kvyint wzeuum
I enjoy, lead to I discovered just what I used to betaking a look for. You’ve ended my four day lengthy hunt!God Bless you man. Have a great day. Bye
This post seems a bit terse-you’re often ever so precise with your arguments.
ed pills for sale erectional dysfunction – errectile disfunction
Say, you got a nice post.Thanks Again. Really Great.
Aw, this was a very nice post. Taking a few minutes and actual effort to create a top notch articleÖ but what can I sayÖ I procrastinate a lot and don’t manage to get nearly anything done.
A big thank you for your post. Much obliged.
bitcoins wie geht dasbitcoin for live 9fe5cd1
Very informative post.Really looking forward to read more. Really Great.
Really informative post.Really looking forward to read more. Fantastic.
Very informative blog.Really looking forward to read more. Fantastic.
Enjoyed every bit of your article.Really looking forward to read more. Will read on…
Hey, thanks for the blog article.Much thanks again. Will read on…
I really liked this blog post, thanks for creating it. I’ll return for more. See you again!
Thanks for the article post.Really thank you! Much obliged.
Great post can make continuous improvement, thanks reveal, the actual build up associated with understanding would be to maintain understanding, interest is actually the start of prosperity.
erste hilfe kurs münchen hbf erste hilfe kurs mГјnchen ostbahnhof
Aw, this was an incredibly good post. Taking a few minutes and actual effort to create a top notch articleÖ but what can I sayÖ I procrastinate a whole lot and don’t seem to get anything done.
wow, awesome article post.Really thank you! Will read on…
Major thankies for the blog.Much thanks again. Want more.
Heya i’m for the first time here. I found this board and I find It reallyuseful & it helped me out a lot. I hope to give something back and aid others like you helpedme.Here is my blog: Clinical Keto Reviews
Thanks-a-mundo for the article.Thanks Again. Cool.
I want to to thank you for this wonderful read!! I absolutely loved every little bit of it. I’ve got you book-marked to look at new things you postÖ
Do you have a spam issue on this blog; I also am a blogger, and I was curious about your situation; many of us have createdsome nice procedures and we are looking to swap solutions withother folks, why not shoot me an e-mail if interested.
Really enjoyed this blog. Awesome.
how to write a introduction to an essay college essay help online how to write a strong conclusion in an essay
Thanks a lot for the blog post.Really looking forward to read more. Want more.
whoah this blog is fantastic i love studying your posts. Stay up the good work! You understand, a lot of people are searching round for this info, you could help them greatly.
That is a very good tip particularly to those fresh to the blogosphere. Brief but very precise information… Many thanks for sharing this one. A must read article!
writing a rationale for a research paper purdue owl essay writing dissertation juridique
What’s up, after reading this remarkable post i am as well cheerful to share my experience here with colleagues.
Im obliged for the article post.Really thank you! Cool.