4.5/5 - (2 votes)

গর্ভকালীন সময়টা গর্ভবতী মা ও শিশু উভয়ের জন্য অনেক গুরত্বপূর্ণ। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত গর্ভকালীন সময়ে একজন নারীর বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা এবং জটিলতা দেখা দেয়। এসময় সামান্য অসচেতনতা ও অবহেলা মা ও তার অনাগত সন্তানের ভয়াবহ ক্ষতি বয়ে আনতে পারে। তাই সন্তান গর্ভে আসার পর থেকে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত সময়টায় মা এর বিশেষ যত্ন নেয়া উচিত। যদি গর্ভবতী হওয়ার আগেই একজন মা এসব ঝুঁকি বা সমস্যার কথা জানতে পারে তহালে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা গুলো থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায়। আপনিও কি একজন মা হতে চলেছেন? তাহলে আজকের এই ব্লগটি আপনার জন্যই।

গর্ভকালীন সময়ে সহবাস করা যাবে কি না?

বেশিরভাগ গর্ভবতী নারী তাদের স্বামীর মনেও খুবই কমন একটা প্রশ্ন থাকে যে “গর্ভবস্থায় সহবাস বা সেক্স করা যায় যাবে কি না? অথবা গর্ভবতী মা যৌন মিলন করলে কি ধরনের সমস্যা হতে পারে?” এর সহজ উত্তর হচ্ছে যদি গর্ভকালীন সময়ে যদি কোনো জটিল ধরনের শারীরিক সমস্যা না হয় তাহলে সন্তান গর্ভে থাকা অবস্থায়ও সহবাস করা যাবে। কিন্তু কিছু কারণ যখন শারীরিক মিলন বা যৌন মিলন করা থেকে বিরত থাকতে হবে।

গর্ভকালীন সময়ে নিরাপদে সহবাস

অনেক দম্পতির জন্য গর্ভাবস্থায় সহবাস বা যৌন মিলন নিরাপদ হলেও সেক্স করাটা সহজ মনে হয় না। কারণ গর্ভকালীন সময়ে যৌন মিলনের জন্য আপনাকে অন্য ধরনের পজিশন চেষ্টা করে দেখতে হবে কোনটা আপনাদের দুজনের জন্যই সুবিধাজনক। এ সময়ে একটু অসাবধানতা আপনার বাচ্চার ক্ষতির কারণ হতে পারে।

মনে রাখবেন, আপনার কিংবা আপনার স্বামীর কোন প্রকার যৌন ব্যাধি থাকলে গর্ভকালীন সময়ে সেক্স করা থেকে বিরত থাকতে হবে। গর্ভকালীন সময়ে অন্যান্য সময়কালের মত একই পজিশনে সেক্স করা যায় না।

কোন সময়ে সহবাস করা যাবে না

গর্ভবতী হওয়ার পর প্রথম ৩ মাস ও শেষ ৩ মাস অবশ্যই সেক্স করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। গর্ভাবস্থায় শুধু ৪র্থ, ৫ম, ও ৬ষ্ঠ মাস যৌনমিলন করা যবে। গর্ভাবস্থায় ছয় থেকে সাতমাসে নারীর মধ্যে যৌন কামনা বেড়ে যায়, তখন যৌন মিলন না হলে নারীর মানসিক ক্ষতি হতে পারে। তাই এ সময় সেক্স করা যেতে পারে তবে অবশ্যই কিছু নিয়ম মেনে।

আদর্শ জীবনসঙ্গী খুঁজতে

গর্ভাবস্থায় সেক্সের সময় সঠিক পদ্ধতি জানা না থাকলে গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া গর্ভকালীন সময়ে সহবাসের ফলে পেটে ব্যথা ও মৃদু রক্তপাত হতেই থাকে। গর্ভকালীন সময়ে অল্প কিংবা বেশি রক্তক্ষরন পরিলক্ষিত হলে শাররীক মিলন থেকে বিরত থাকতে হবে। অনেক সময় অনিরাপদ যৌন মিলনের ফলে বিকলাঙ্গ শিশু জন্মাতে পারে।

হঠাৎ রক্তপাত হলে করণীয় কি?  

প্রসবের সময় গর্ভবতী মায়ের রক্তপাত হওয়াটা স্বাভাবিক। কিন্তু এছাড়া গর্ভকালীন যেকোনো সময় রক্তপাাত বা প্রসবের সময় বা প্রসবের পর খুব বেশি রক্তপাত গর্ভফুল না পড়াটা বিপদের লক্ষণ। এরকম অবস্থা বাচ্চা এবং মা দু’জনের জীবনের জন্যই হুমকীস্বরুপ। জরায়ু ছাড়া অন্যকোনো স্থানে ডিম্বাণুর অবস্থান, ছোটখাটো আভ্যন্তরীন জটিলতায় গর্ভপাত হয়ে যেতে পারে রক্তপাতের কারণে। তাই এ অবস্থায় দেরী না করে গর্ভবতী মাকে দ্রুত ডাক্তারের কাছে নিতে হবে।

গর্ভবতী মায়ের উচ্চ রক্তচাপের সমস্যা 

আবার গর্ভাবস্থায় বা প্রসবের পর মায়ের রক্তচাপের দিকেও লক্ষ্য রাখাটা জরুরি। গর্ভবতী মায়ের উচ্চ রক্তচাপ থাকলে তারা একলামশিয়ার ঝুঁকিতে থাকেন। বিশেষ করে গর্ভধারণের ২০ সপ্তাহ পরে যে সব মায়েদের উচ্চ রক্তচাপ দেখা দেয় তাদের ঝুঁকি থাকে অনেক। এজন্য যারা আগে থেকেই উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, তাদের উচিত ডাক্তারের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা এবং নিজ ও বাচ্চা উভয়ের সুস্থতা নিশ্চিত করা।

গর্ভকালীন সময়ে রক্তস্বল্পতা

হঠাৎ রক্তপাত এবং উচ্চ রক্তচাপের পাশাপাশি গর্ভাবস্থায় আরেকটি জটিলতা হলো রক্তস্বল্পতা। গর্ভবতী মায়ের রক্তে যদি হিমোগ্লোবিনের মাত্রা ১০০ মিলিলিটারে ১০ গ্রাম থেকে কম থাকে অথবা রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা কম থাকে, তবে তাকে গর্ভাবস্থায় রক্তাল্পতা বলে। রক্তস্বল্পতার কিছু লক্ষণ হলো সামান্য কিছু করলেই হাঁপিয়ে ওঠা, হার্টবিট বেড়ে যাওয়া এবং রক্তচাপ কমে যাওয়া। এছাড়া চেহারা নীলাভ হয়ে যাওয়া, নখ নীল বা সাদাটে হয়ে যাওয়া, শরীর ঝিমঝিম করা এসব গুলো হল রক্তস্বল্পতার লক্ষণ।

তলপেটে তীব্র ব্যথা

গর্ভকালীন সময় প্রথম তিন মাসে তলপেটে হালকা ব্যথা অনভূত হতে পারে। জরায়ু ধীরে ধীরে বড় হয়ে এর আশে পাশের লিগামেন্টে টান পড়ার জন্য তলপেটে ও কুঁচকিতে হালকা ব্যথা হতে পারে। এ ব্যথা স্বাভাবিক। কিন্তু যদি তলপেটে তীব্র ব্যথা হয় তাহলে দ্রুত ডাক্তারকে দেখানো উচিত। এ ক্ষেত্রে জরায়ু ছাড়া অন্যান্য স্থান যেমন পেটের ভেতর, ডিম্বাশয়ের মধ্যে ইত্যাদি অংশে গর্ভধারণ হয়ে থাকে এবং অনেক সময় এটি ফেটে গিয়ে গর্ভবতী মায়ের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই গর্ভাবস্থায় প্রথম ৩৬ সপ্তাহে নূন্যতম প্রতি মাসে একবার এবং ৩৬ সপ্তাহের পর প্রতি সপ্তাহে একবার করে মাকে স্বাস্থ্যকর্মী বা ডাক্তার দেখানো উচিত।

গর্ভবতী মায়ের পা ফুলে যাওয়া বা পায়ে পানি আসা

গর্ভকালীন সময়ে মায়ের পায়ে সামান্য পানি আসা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। গর্ভাবস্থা শিশুর বৃদ্ধির কারণে মায়ের শরীরে প্রায় ৫০% বেশি রক্ত ও তরল উৎপন্ন হয়। এই অতিরিক্ত রক্ত ও তরলের কারনে শরীরের বিভিন্ন অংশ ফুলে যায়। একটু বেশি হাঁটাহাঁটি করলে পায়ের পানি চলেও যায়। কিন্তু যদি এরসাথে হাতে মুখেও পানি চলে আসে এবং অস্বস্তি হয় তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত।

অনেকক্ষন একটানা কাজ করা, ভিটামিনযুক্ত খাবার কম খাওয়া, ক্যাফেইনযুক্ত পানীয় খাওয়া বা অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস থাকলে গর্ভকালীন সময়ে পায়ে পানি আসতে পারে। পায়ে পানি জমলে বা পা ফুলে গেলে শরীরে পানি জমলে বা শরীর ফুলে গেলে গর্ভবতীর রক্তচাপ, প্রস্রাব পরীক্ষা করা ও ওজন দেখা উচিত। প্রাথমিকভাবে পা উঁচুতে রেখে বিশ্রাম নেওয়ােএবং খাবারের সাথে বাড়তি লবণ এড়িয়ে চলতে হবে।

গর্ভকালীন সময়ে বমি ভাব ও অতিরিক্ত বমি হওয়া

সামান্য একটু বমিভাব বা না খেতে চাওয়ার প্রবণতা যে গর্ভবতী মায়েদের হয় এটা আমরা সবাই জানি। প্রায় ৫০ শতাংশ গর্ভবতী মায়ের মধ্যে সকাল বেলায় বমি করার প্রবণতা থাকে। বলা হয় যে, এটা গর্ভধারণের প্রথম লক্ষণ। গর্ভাবস্থায় প্রথম তিন মাস এ সমস্যা দেখা দেয়। কিন্ত অতিরিক্ত বমি হওয়া সাধারণ লক্ষণ নয়। বমি ভাবের কারণে আপনি যদি কিছুই খেতে না পারেন তাহলে ড্রিহাইড্রেশনের সমস্যা হবে যেটা বাচ্চার জন্য ভীষণ ক্ষতিকারক। তাই এই সমস্যা দেখা দিলেই আপনার চিকিৎসকের শরণাপন্ন হন।

অতিরিক্ত বমি করার প্রবণতা থাকলে তেলবিহীন শুকনো খাবার যেমন- মুড়ি, খই, রুটি, বিস্কুট ইত্যাদি খাওয়ার চেষ্টা করতে হবে। সকালে ভাজা বা শুকনো খাবার থেকে বিরত থাকতে হবে। ৩ বেলায় ভারি খাবার না খেয়ে একটু পর পর খাওয়ার অভ্যাস করতে হবে।

বাচ্চার নড়াচড়া বা মুভমেন্ট

গর্ভকালীন সময়ে বাচ্চার নড়াচড়া হবু মাকে সুন্দর অনুভূতি দেয়। গর্ভাবস্থায় সাধারণত ১৬ থেকে ২০ সপ্তাহের মধ্যে বাচ্চার নড়াচড়া অনুভব করা যায়। পেটের ভেতর বাচ্চা ঘুমায় বা খেলা করে, যার অনুভূতি মা বাইরে থেকে বুঝতে পারেন। বাচ্চা কতটুকু নড়াচড়া করবে সেটার নির্দিষ্ট কোনো পরিমাপ না থাকলেও এর একটা নির্দিষ্ট সীমা এবং সময় আছে যেটা শুধু মা-ই অনুভব করতে পারেন। বাচ্চার অধিক নড়াচড়া বা কম নড়াচড়া দু’টিই মায়ের জন্য ক্ষতিকর।

গর্ভে সন্তান ধারণকারী প্রতিটি মা ই পেটে সন্তানের নড়াচড়া অনুভব করেন। হুট করে যদি অনুভব করেন যে আপনার বাচ্চার মুভমেন্ট টের পাচ্ছেন না তাহলে এটা সত্যি আপনার গর্ভাবস্থার বড় ধরণের জটিলতা। বাচ্চা ঠিকঠাক আছে কিনা সেটা বোঝার খুব সুন্দর একটা উপায় আছে। এজন্য প্রথমে খানিকটা ঠান্ডা খাবার বা পানি পান করুন। তারপর চুপচাপ শুয়ে পড়ুন বিছানায়। বাচ্চা যদি পেটে লাথি মারে তাহলে বুঝতে হবে সবকিছু ঠিকঠাক আছে। ডাক্তাররা বলেন, বাচ্চা যদি দুই ঘন্টায় কমপক্ষে ১০ বার লাথি মারে তাহলে বাচ্চাকে সুস্থ বলে মনে করা যায়। তবে নড়াচড়া ১০ বারের কম হলে চিকিৎসকের কাছে যাওয়াটাই ভালো।

বারবার প্রস্রাবের বেগ

প্রেগনেন্ট মহিলাদের মধ্যে বারবার প্রস্রাবের বেগ আরেকটি জটিলতা। ৮ থেকে ১২ তম সপ্তাহে বার বার প্রস্রাবের বেগ দেখা যায়। এ সময়টায় জরায়ুর আকার বড় হওয়ার কারণে মূত্রথলিতে চাপ দেয় বলে এমনটা হয়। আবার গর্ভকালীন সময়ে হরমোন ইস্ট্রোজেন ও রক্ত সরবরাহ বেড়ে যাওয়ার জন্য সাদা স্রাব বেড়ে যেতে পারে। গর্ভের প্রথম ৩ থেকে ৪ মাস এটি হওয়া স্বাভাবিক। তবে সাদা স্রাবের সাথে যদি দুর্গন্ধ থাকে বা চুলকানি হয় তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গর্ভাবস্থায় যদি কেঁপে কেঁপে ভীষণ জ্বর আসে এবং প্রসাবের সময় জ্বালাপোড়া হয় তবে তা অনেক সময় মূত্রনালির সংক্রমণের ইঙ্গিত বহন করে।

গর্ভবতী মা নিজের মধ্যে যাকে ধারণ করেছেন তাকে সুস্থ ও সুন্দরভাবে পৃথিবীতে আনা শুধু হবু মায়েরই দায়িত্ব নয়, পরিবারের সবার। মনে রাখবেন, আমাদের দেশে প্রসবকালে মাতৃ ও শিশুমৃত্যুর হার কিন্তু অনেক বেশি। এজন্য স্বামী বা পরিবারের একজন সদস্য হিসেবে আপনার উচিত গর্ভবতী মায়ের বাড়তি যত্ন নেয়া। সবাই সচেতন হলে তবেই তো পুরো ঘর আলো করে ফুটফুটে নতুন  একজন নতুন সদস্য আসবে।

বিয়ে সংক্রান্ত যেকোনো তথ্য, সেবা, এবং পরামর্শ পেতে যোগাযোগ করুন তাসলিমা ম্যারেজ মিডিয়ার সাথে।
কল করুনঃ+880-1407-004393 অথবা +88-01782-006615 এ।
আমাদের মেইল করুন taslima55bd@gmail.com

131 COMMENTS

  1. Good day! Do you know if they make any plugins to help with Search Engine Optimization? I’m
    trying to get my blog to rank for some targeted keywords but I’m not seeing very good gains.

    If you know of any please share. Cheers! You can read similar text here: Eco bij

  2. Online gambling websites that are open for service 1 day a day will definitely help you convince your friends to come and make money online and become a member. wm787

  3. สล็อตเป็นเว็บเกมที่ฮอตที่สุดและได้รับความนิยมมากที่สุดในปัจจุบัน สล็อตวอเลทเว็บตรง ซึ่งปลอดภัยต่อการลงทุนและส่งมอบ เกมสล็อตเล่นง่าย ลิขสิทธิ์แท้แข็งแกร่ง

  4. การลงทุนทำได้ง่ายและปลอดภัย นี่คือหนึ่งในเว็บคาสิโนออนไลน์ที่ได้รับความนิยมมากที่สุด สล็อตวอเลท นอกจากนี้ยังเป็นคาสิโนออนไลน์อีกด้วย ตอนนี้เกมเปิดให้เพื่อนๆ ทุกคนได้เล่นแล้ว ดังนั้นจะไม่ทำให้ใครผิดหวัง

  5. พวกเขาทำเงินและสามารถสมัครสมาชิกได้ เว็บตรงสล็อต ไม่มีขีดจำกัดขั้นต่ำสำหรับสล็อต เกมนี้ไม่อันตราย สมาชิกทุกคนสามารถทำเงินออนไลน์ได้ และยังมีบริการเปิดทุกวันให้สมาชิกและเพื่อนๆ

  6. ทุกคนได้เลือกเล่น สล็อตเว็บตรง นักพนันคาสิโนออนไลน์สามารถลงทุนและทำเงินออนไลน์ได้อย่างรวดเร็วและง่ายดายผ่านระบบอัตโนมัติที่ให้ผู้เล่นเพิ่มเครดิตฟรีได้ไม่จำกัดเมื่อลงทะเบียนครั้งแรก

  7. การเล่นเกมออนไลน์ไม่ใช่เรื่องยาก และเกมสล็อตก็เล่นง่าย สล็อตเว็บตรง ศูนย์เกมคาสิโนชั้นนำมีรายชื่อคาสิโนออนไลน์ยอดนิยมให้เพื่อนๆ และนักพนันคาสิโนออนไลน์ลงทะเบียนและทำเงินออนไลน์ได้ทุกวัน

  8. พราะเกมคาสิโนออนไลน์มีให้ลงทุน เกมสล็อตเล่นง่าย เว็บตรงสล็อต งบน้อยก็ทำเงินได้อย่างรวดเร็วด้วยการฝากเงิน ฝากเงินและถอนเงินพิเศษผ่านระบบอัตโนมัติ

  9. ม่มีค่าใช้จ่ายในการเติมเงินครั้งแรก slot โบนัสจะแจกให้ทันที โบนัสของสมาชิกแต่ละคนจะได้รับจากการเพิ่มแต้มและสมัครสมาชิกครั้งแรก นี่คือโปรโมชั่นโบนัสพิเศษ

  10. เกมสล็อตที่เรากำลังพูดถึงนี้เป็นเกมคาสิโนออนไลน์ ยิ่งเล่นมากก็ยิ่งรวย สล็อต

  11. และสร้างรายได้ออนไลน์ให้เพื่อนๆ ที่กำลังมองหาคาสิโนดีๆ wm787

  12. เกมสล็อตที่พังง่าย เกมรูเล็ตที่ทำกำไรได้มากที่สุดในประเทศไทยเป็นเว็บไซต์แท้นำเข้าจากต่างประเทศ wm787online

  13. I’m amazed, I must say. Rarely do I come across a blog that’s both equally educative and entertaining, and without a doubt, you have hit the nail on the head. The problem is something which too few people are speaking intelligently about. I’m very happy I found this in my hunt for something concerning this.

  14. An outstanding share! I’ve just forwarded this onto a friend who has been conducting a little research on this. And he in fact ordered me dinner due to the fact that I stumbled upon it for him… lol. So allow me to reword this…. Thank YOU for the meal!! But yeah, thanks for spending some time to discuss this subject here on your web site.

  15. Having read this I thought it was very enlightening. I appreciate you finding the time and energy to put this article together. I once again find myself personally spending a lot of time both reading and commenting. But so what, it was still worth it.

  16. Hello! I could have sworn I’ve been to this site before but after going through many of the posts I realized it’s new to me. Anyhow, I’m certainly happy I came across it and I’ll be book-marking it and checking back frequently!

  17. sugar defender ingredients
    As a person who’s always been cautious regarding my blood glucose, discovering Sugar
    Protector has actually been an alleviation. I feel a lot a lot more in control, and
    my recent exams have revealed favorable renovations.
    Knowing I have a trusted supplement to support my routine gives me comfort.
    I’m so grateful for Sugar Protector’s influence on my health and wellness!

  18. You’re so awesome! I don’t think I have read a single thing like this before. So great to discover somebody with original thoughts on this topic. Really.. thanks for starting this up. This site is one thing that’s needed on the internet, someone with a bit of originality.

  19. I would like to thank you for the efforts you’ve put in penning this blog. I am hoping to see the same high-grade content by you in the future as well. In truth, your creative writing abilities has motivated me to get my own, personal website now 😉

  20. Howdy! This article couldn’t be written any better! Looking at this post reminds me of my previous roommate! He always kept talking about this. I am going to send this post to him. Pretty sure he’ll have a great read. Thank you for sharing!

  21. Howdy! This article couldn’t be written any better! Looking through this article reminds me of my previous roommate! He constantly kept preaching about this. I am going to send this article to him. Pretty sure he will have a great read. Thank you for sharing!

  22. Oh my goodness! Awesome article dude! Thank you so much, However I am experiencing problems with your RSS. I don’t know why I am unable to join it. Is there anybody else having similar RSS issues? Anyone that knows the solution can you kindly respond? Thanx!!

  23. I adore your blog post.. comfortable colours & motif. Does a person design and style this amazing site on your own or maybe do anyone bring in help to make it work in your case? Plz react seeing that I!|m aiming to style my personal website and would want to learn exactly where ough obtained this kind of out of. thank you

  24. Hi there! This blog post could not be written much better! Reading through this post reminds me of my previous roommate! He constantly kept preaching about this. I will forward this article to him. Fairly certain he’ll have a good read. I appreciate you for sharing!

  25. I blog quite often and I really thank you for your content. This great article has truly peaked my interest. I am going to bookmark your site and keep checking for new information about once a week. I subscribed to your Feed as well.

  26. I’m impressed, I must say. Actually hardly ever do I encounter a blog that’s both educative and entertaining, and let me let you know, you might have hit the nail on the head. Your idea is outstanding; the problem is something that not enough individuals are talking intelligently about. I’m very blissful that I stumbled across this in my search for something relating to this.

  27. Can I just say what a aid to find somebody who actually knows what theyre talking about on the internet. You undoubtedly know learn how to convey a difficulty to mild and make it important. More individuals have to read this and perceive this facet of the story. I cant believe youre no more well-liked because you definitely have the gift.

  28. Greetings, I think your website might be having internet browser compatibility problems. Whenever I take a look at your site in Safari, it looks fine however, when opening in Internet Explorer, it has some overlapping issues. I simply wanted to give you a quick heads up! Other than that, great site!

  29. Can I simply just say what a comfort to discover someone that genuinely understands what they are discussing over the internet. You actually realize how to bring an issue to light and make it important. More and more people really need to look at this and understand this side of your story. I was surprised that you aren’t more popular because you certainly have the gift.

  30. May I simply say what a comfort to discover someone that truly knows what they’re discussing on the internet. You certainly know how to bring an issue to light and make it important. More and more people really need to look at this and understand this side of your story. I was surprised you are not more popular because you certainly have the gift.

  31. Thanks for the good critique. Me & my friend were just preparing to do some research about this. We got a book from our area library but I think I’ve learned better from this post. I’m very glad to see such wonderful information being shared freely out there..

  32. I was more than happy to discover this site. I want to to thank you for your time for this particularly fantastic read!! I definitely savored every bit of it and I have you saved as a favorite to see new information in your website.

  33. A polite letter is important addressed to the magazine’s Fiction Editor, introducing yourself and attaching your story, with double spaced text and having big margins on both sides. This really for ease of use by the magazine staff and is essential. Pages ought to each be numbered.

  34. A powerful share, I simply given this onto a colleague who was doing a little bit analysis on this. And he the truth is bought me breakfast as a result of I found it for him.. smile. So let me reword that: Thnx for the deal with! But yeah Thnkx for spending the time to discuss this, I really feel strongly about it and love studying extra on this topic. If possible, as you turn into expertise, would you mind updating your blog with extra details? It is highly helpful for me. Big thumb up for this blog submit!

  35. I’m impressed, I have to admit. Really rarely can i encounter a weblog that’s both educative and entertaining, and let me tell you, you might have hit the nail to the head. Your idea is outstanding; the problem is something not enough folks are speaking intelligently about. I am delighted i found this around my look for something in regards to this.

  36. Hi! This is the right blog for anyone who wants to find out about this topic. You realize so much its almost hard to argue with you (not that I actually would want…HaHa). You definitely put a new spin on a topic thats been written about for years. Great stuff, just great!

  37. There are a handful of interesting points with time in this article but I do not determine if I see every one of them center to heart. There’s some validity but I am going to take hold opinion until I investigate it further. Good article , thanks so we want a lot more! Added to FeedBurner likewise

  38. After looking into a few of the blog posts on your web page, I really appreciate your way of blogging. I bookmarked it to my bookmark site list and will be checking back in the near future. Please check out my web site too and tell me what you think.

  39. Hello there, just became alert to your blog through Google, and found that it’s really informative. I’m going to watch out for brussels. I’ll appreciate if you continue this in future. Numerous people will be benefited from your writing. Cheers!

  40. Greetings, I think your web site may be having browser compatibility issues. Whenever I look at your website in Safari, it looks fine however, if opening in I.E., it has some overlapping issues. I simply wanted to provide you with a quick heads up! Besides that, fantastic site.

  41. A fascinating discussion is definitely worth comment. I do believe that you ought to write more on this subject matter, it might not be a taboo matter but typically folks don’t discuss such topics. To the next! Kind regards.

  42. Thanks a lot for your energy to have had these things together on this site. Robin and that i very much liked your knowledge through the articles about certain things. I know that you have several demands on your program so the fact that you actually took just as much time just like you did to guide people just like us by means of this article is definitely highly liked.

  43. I would like to thank you for the efforts you’ve put in penning this website. I really hope to see the same high-grade blog posts by you later on as well. In fact, your creative writing abilities has inspired me to get my own site now 😉

  44. I absolutely love your site.. Excellent colors & theme. Did you develop this website yourself? Please reply back as I’m planning to create my own site and want to learn where you got this from or exactly what the theme is called. Kudos.

  45. Thank you for another fantastic article. Where else may just anybody get that type of info in such an ideal manner of writing? I have a presentation subsequent week, and I am at the search for such information.

  46. I not to mention my friends were found to be going through the excellent tips from your web page and so all of a sudden came up with an awful feeling I had not expressed respect to the web blog owner for those strategies. Those boys had been so passionate to see all of them and now have unquestionably been making the most of them. Many thanks for truly being really accommodating as well as for deciding on these kinds of nice tips millions of individuals are really desirous to learn about. Our own sincere regret for not expressing gratitude to you sooner. click here – alternative medicine institute

  47. Oh my goodness! an amazing post dude. Thanks Nevertheless I’m experiencing issue with ur rss . Do not know why Struggle to subscribe to it. Possibly there is any person acquiring identical rss problem? Anyone who knows kindly respond. Thnkx

  48. Hello there! This post couldn’t be written any better! Going through this article reminds me of my previous roommate! He continually kept preaching about this. I will send this information to him. Fairly certain he will have a great read. I appreciate you for sharing!

  49. Hi, I do think this is a great blog. I stumbledupon it 😉 I am going to revisit once again since i have saved as a favorite it. Money and freedom is the greatest way to change, may you be rich and continue to help other people.

  50. Nice post. I learn something totally new and challenging on websites I stumbleupon on a daily basis. It’s always useful to read through content from other writers and practice a little something from other web sites.

  51. I countenance, I make not been on this webpage in a endless time? withal it was added feeling to see It is such an vital content and ignored by so numerous, alter professionals. I thank you to service making grouping more alive of practical issueExcellent whatsis as exemplary.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here