.
Published: Sat, Jun 15, 2019 12:02 AM
Updated: Wed, Jan 22, 2025 11:22 AM


সমালোচিত হয়েও ২০০ কোটি ছাড়িয়ে গেল ভারত!

সমালোচিত হয়েও ২০০ কোটি ছাড়িয়ে গেল ভারত!

বলিউডে ঈদ মানেই সালমান খানের সিনেমা। গত কয়েক বছর ধরেই এমন চিত্রের সঙ্গে পরিচিত হিন্দি সিনেমার দর্শক। ধারাবাহিকতা রেখে এবারের ঈদুল ফিতরেও মুক্তি পেয়েছে সালমান খানের নতুন ছবি।

সে ছবির নাম ‘ভারত’। মুক্তির প্রথম দিন থেকেই তুমুল সাড়া পেয়েছে ছবিটি। এর গল্প নিয়ে অবশ্য অনেক সমালোচনা চারদিকে। অনেক দর্শক বিরক্ত হয়ে নেতিবাচক রিভিউ লিখছেন।

তবে সে যাই হোক, ছবিটি হলে টানছে দর্শক। যার ফলে ধীরে ধীরে ৩০০ কোটি রুপি আয়ের ঘরে প্রবেশ করছে ‘ভারত’।

একের পর এক ফ্লপ জন্য তিন খানের নামের পাশে যখন ক্রমশই হতাশা যোগ হতে শুরু করলো ঠিক তখনই পরিবেশ বদলে দিলেন সালমান। বছরের সেরা ব্যবসা সফল ছবি দিয়ে জানান দিলেন, এখনই ফুরিয়ে যাবার সময় হয়নি তার।

তার ‘ভারত’ ছবিটি প্রথম দিনে আয় করেছে ৪২.৩০ কোটি রুপি। এই বছর এ পর্যন্ত প্রথম দিনে এটিই সর্বোচ্চ আয় কোনো সিনেমার। গেল ৭ জুন মুক্তির চতুর্থ দিন ছবিটি ১০০ কোটি ক্লাবে নাম লেখায়। আর পঞ্চম দিনেই ১৫০ কোটি রুপির সীমা ছাড়িয়েছে ‘ভারত’।

আর ১৩ জুন বৃহস্পতিবার দুপুরে সর্বশেষ তথ্য বলছে ছবিটি ভারতের সিনেমা হলগুলো থেকে আয় করেছে ১৯৯.৫২ কোটি রুপি।

তবে বিশ্বের অন্যান্য দেশের আয় নিয়ে এ ছবির আয় ২৫০ কোটি ছাড়িয়ে গেছে। নতুন সপ্তাহ শেষেই ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করবে ‘ভারত’, এমনটাই প্রত্যাশা করছেন বলিউডের বক্স অফিস বিশ্লেষকরা।

মোট ভারতের ৪৭০০ সহ বিশ্বজুড়ে মোট ৬০০০ সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘ভারত’। এটি নির্মিত হয়েছে ১০০ কোটি রুপি বাজেটে। অ্যাকশন ড্রামা এই সিনেমা প্রযোজনা করেছেন অতুল অগ্নিহোত্রি, আলভিরা অগ্নিহোত্রি, ভূষণ কুমার এবং কৃষণ কুমার।

আলি আব্বাস জাফর পরিচালিত ছবিটিতে সালমানের নায়িকা ক্যাটরিনা কাইফ। এছাড়াও অভিনয় করেছেন দিশা পাটানি, টাবু, সতীশ কৌশিক, জ্যাকি শ্রফ, বরুণ ধাওয়ান, আসিফ শেখ, সোনালি কুলকার্নি, আসিফ শেখ, নোরা ফতেহি, মায়াং চাংসহ অনেকে।

To know more about Matrimony Website


Register now to talk with your life parner.   Do you have account?   Login  
Categories: Showbiz,
Tags: Lifestyle, celebrety, Entertainment
Division: Dhaka
District: Dhaka
Thana: Airport
This post read 1710 times.
Taslima Marriage Media Blog


Suggested Posts