.
Published: Wed, Dec 12, 2018 5:30 PM
Updated: Fri, Dec 20, 2024 1:13 PM


স্বামী-স্ত্রীর অকৃত্রীম ভালোবাসা I Taslima Marriage Media

স্বামী-স্ত্রীর অকৃত্রীম ভালোবাসা  I Taslima Marriage Media

স্বামী-স্ত্রীর 

স্বামী তার স্ত্রীকে ইশারা করে বললো, পানি
খাবো,
স্ত্রী পানি নিয়ে এসে দেখেন, স্বামী আপন
মনে সিগারেট খাচ্ছে, স্ত্রীর চোখে হঠাৎই
জল চলে এলো। সিগারেট খাওয়ার মাঝখানেই পানিটা
পান করলো,
স্ত্রীকে বলল কান্না করছো কেন?
স্ত্রী বললো, তোমার কাছে আমার একটা জিনিস
চাওয়ার আছে।
স্বামী মুচকি হেসে জবাব দিলো, তোমার একটা
চাওয়া নয় হাজারো চাওয়া পূর্ণ করবো, বলো কি
চাওয়া তোমার,
স্ত্রী বললো, পৃথিবীর কোন জাগতিক সম্পদ
আমার লাগবে না, তোমার মূল্যবান সময়ের একমাস
চাই, সেই মাসে শুধু আমার কথামতো চলবে,
স্বামী বললো এটা আবার কোনো চাওয়া নাকি,
আচ্ছা ঠিক আছে আমি রাজি, এবার একটু হাসো,
স্ত্রী বললো একমাস পর বলতে পারবো হাসিটা
আমার জন্য কবুল হয়েছে কিনা।
স্বামী স্ত্রীর কথা বলার সময় আসরের আযান
হয়ে গেছে,
স্ত্রী স্বামীকে ওযু করতে বলে অন্য রুমে
চলে গেলো, ফিরে আসলেন শশুড়ের সাদা একটা
পান্জাবি, আর আতরের বোতলটি নিয়ে, স্বামীর
গায়ে পান্জাবিটা পড়িয়ে অনেকখানি আতর লাগিয়ে,
মসজিদের দিকে ইশারা করে বললো, মসজিদে
যাও।
স্বামী মসজিদে না গিয়ে রাস্তার পাশের দোকানে
গিয়ে আড্ডা দেয়, আর জামায়াত শেষ হলে ঘরে
ফিরে আসে, এমন ভাবে ৫ দিন চলার পর, স্বামী
ভাবলেন এভাবে মিথ্যা বলা সম্ভব নয়, আর সব কিছু
গায়ে দিয়ে চোরের মতো রাস্তায় থাকাটা কষ্ট,
তারচেয়ে ভাল হবে মসজিদে গেলে।
স্বামী আজ রাস্তায় নয়, মসজিদের মধ্যেই
প্রবেশ করলো, অনেক মানুষই তার দিকে অবাক
নয়নে তাকালো, সবাই কেমন জানি হতগম্ভ যে
ছেলেটা বখাটেদের ওস্তাদ, সে কিনা মসজিদে।
স্ত্রী আজ খেয়াল করলো স্বামী কেমন জানি
আনমনা, তাই জিজ্ঞেস করলো কি হয়েছে?
স্বামী বললো, আজ আমি সাকসেস হয়েছি,
স্ত্রী বললো কোন বিষয়ে, স্বামী বললো
অন্য এক বিষয়ে,।।।
স্বামী সব কিছু গুছিয়েছে সেভ করবেন, স্ত্রী
বাধা দিয়ে বললো একমাস তো আমার, তাহলে
নিজের ইচ্ছেমত কেন সেভ হবে, আমি চাই
তোমার সুন্দর দাঁড়ি থাক, স্বামী বিরক্ত বোধ
করলো, তারপর ও শুনলো, যেহেতু কথা
দিয়েছে।
আগে দুদিন পরপর সেভ না করলেই সে কি চুলকানি,
অথচ আজ ১৫ দিন সেভ করিনা, কিন্তু একটু ও চুলকায়নি,
যেন নিজের অজান্তে মুখ দিয়ে আলহামদুলিল্লাহ্
বের হয়ে গেল।
স্ত্রী কখনোই স্বামীকে সিগারেট খেতে
দেয়না, স্বামী ভাবে একমাস তো তাই ঘরের
মধ্যে না খেয়ে বাহিরে খাব, কিন্তু সেটাও আর
বেশি দিন হলোনা,
২০দিন পর নিজেই সিগারেট ছেড়ে দিলেন, আগে
টেনশন হলে সিগারেট, এখন টেনশন হলে
নামাজে দাঁড়িয়ে যাবো, নয়তো তাসবীহ পাঠ
করবো।
আজ ৩০ দিন পূর্ণ হলো,
স্ত্রী প্রতিদিনের ফজরের নামাজের মতো
ডাকলেন না স্বামী কে, কিন্তু অভ্যাস বড়ই ভয়ানক
জিনিস, আগের মতোই স্বামী মসজিদে চলে
গেল, স্ত্রী আল্লাহর শুকরিয়া আদায় করলেন,
স্বামী নামাজ পড়ে এসে বললো, আজ আমি
তোমার কাছে একটা জিনিস চাই,
স্ত্রী বললো, তোমার চাওয়াটা বলতে পারো,
স্বামী বললো, আমার একমাস নয়, আল্লাহ সুবহানাহু
ওয়া তায়ালা আমাকে যতদিন হায়াত দেন, ততটা দিনই
তোমার, তুমি কি এটা নিবেনা???
স্ত্রী মাথা নেড়ে হ্যাঁ বললো,
স্বামী খুব খুশি হলো, স্ত্রীরও মনের ইচ্ছা পূর্ণ
হলো,
সেদিনের বাকিটা হাসি আজ তৃপ্তি সহকারে হাসলেন।
জানি বেশীর ভাগ ছেলেরা নেশা করে,
কিন্তু বোনেরা আপনারা ধর্য্য হারা না হয়ে একটু
চেষ্টা করুন তাকে পাল্টানোর।
দেখো বোন। যেটা বাবা মা পরিবর্তন করতে
পারে না সেটা কিন্তু আপনাকে দিয়েই সম্ভব!!!!!

আর যদি না পারেন তাহলে ডিভোর্স অপরিহার্য্য।

তাছলিমা ম্যারেজ মিডিয়ার পক্ষ থেকে জানাই সেইসব স্বামী স্ত্রীদের

যারা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে এক সাথে বাকিটা জীবন এক সাথে যেতে চায়।


Register now to talk with your life parner.   Do you have account?   Login  
Categories: Love Story,
Tags: Islamic Matrimony site Bangladesh | Taslima Marriage Media, Matrimony Website in Dhaka | Taslima Marriage Media, mobile application for taslima marriage media, taslima marriage media, Bangladeshi Marriage Media, bangladeshi marriage media in usa, Bangladeshi Marriage Sites, Bangla Matrimonial, Bangla Matrimony website, Bengal matrimony website in Bangladesh, Best matchmaker website in Bangladesh, Islamic Matrimonial website service, Islamic marriage media, Bride_Groom, Patro_Patri_chai, Bangladeshi matchmaker, Biye_shaadi, Bengali Matrimony website service, Bengoli matchmaker
This post read 2208 times.
Taslima Marriage Media Blog


Suggested Posts