.
Published: Fri, Feb 1, 2019 4:44 PM
Updated: Sat, Dec 21, 2024 12:18 AM


" নগ্নতা যদি ফ্যাশন হয় ধর্ষন তাহলে শারীরিক ব্যায়াম" Taslima Marriage Media

" নগ্নতা যদি ফ্যাশন হয় ধর্ষন তাহলে শারীরিক ব্যায়াম" Taslima Marriage Media

" নগ্নতা যদি ফ্যাশন হয়
ধর্ষন তাহলে শারীরিক ব্যায়াম"

.
আপুরা মাফ করবেন
প্রথমেই বলে রাখি,
পুরুষ তার যৌবনের কামনা মেটানোর জন্য ধর্ষণ করে....
ধর্ষকের কাছে কে হিজাবী, কে বোরকাওয়ালি,কে শিশু এগুলো কিছুই দেখার নাই।
বলার উদ্দেশ্য এই যে,
.
কেবল অনিচ্ছায় শারীরিক সম্পর্ক করলেই ধর্ষক? না।
ধর্ষক শুধু সেই-ই নয়।
প্রতি নিয়ত আপনিও ধর্ষিত হচ্ছেন কি না ?
সেটা ভেবে নিন।
নিজের কিছু অভিজ্ঞতা তুলে ধরলাম- -----------.
 

১. এক ডিপার্টমেন্টের নবীন বরণ অনুষ্ঠানে গেলাম।
একটা মেয়ে নাচতে উঠলো,
সাথে সাথে তখনি আরো ২০টা ছেলে তার সাথে কোমর দোলানো শুরু করলো।-Matrimony
এটা কি খুব ইজ্জতেরকথা।
.
এখানে আপনার কিছু মনে হয় না,?কিন্ত বাসের হেল্পার যদি এমন করতো,
তবে আপনার ইজ্জত খুলে পড়ে যেতো।
২. বড় বড় অনুষ্ঠানে গান বাজানো হয়,-Matrimonial
রূপবানে নাচে কোমর দুলাইয়া। পোলাতো নয়যেনো আগুনেরগোলা......
এই গানগুলো কি খুবই মানানসই? এগুলো কি নারী জাতির উন্নতির প্রতীক?.
.
৩. আপনি তনুর ধর্ষণের দিকে যাচ্ছেন,Matchmaking
অত দূর যাওয়ার প্রয়োজন নেই।বিশ্ববিদ্যালয়ের Rag dayছেলেমেয়ের অবস্থা দেইখেন....
মুরুব্বীরা কেউ এগুলো দেখলে ভার্সিটি পড়াই অফ করেদিবে।
এখন সেই বন্ধুই যদি আপনার ক্ষতিকরে,তাহলে.....?.
.
৪. বিশ্বাস করুন....! Matchmaker
কিছু মেয়েকে দেখলে অবাক লাগে। এদের কোনটা জামাই-কোনটা বন্ধু আরকোনটা বয়ফ্রেন্ড পার্থক্য করতে পারবেন না।
হাসতে হাসতে ছেলের বুকের উপর এসে পড়ে,
ছেলের সাথে গা লাগিয়ে থাকে। এখন সেই ছেলে যদি উত্তেজনায় শারীরিক সম্পর্কে করে, তখন........?. Life Partner
.
৫. আপনার পাশের মানুষটি বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক করেছে, সেটা কী ধর্ষণ নয়?  Patro_Patri
৬. আপনি যখন phone boyfriend এর সাথে ফোন s** করেন এটা কি ধষর্ন এর নমুনা নয়? Biye_Shaadi
শরীল ঢাকার নামে বোরকা পরে নিজের দেহের গঠোন মানুষকে দেখান ভেবে দেখুন তো ধরষর্নের জন্য আপনারা দায়ি আছেন কি না?????আপনারাও সমান ভাবে দায়ি।- Bride Groom
.
৭. দেখুন,
শিশু মনে কিভাবে ইভটিজিং ঢুকানো হচ্ছে।
ডোরিমন একটি শিশুমূলক কার্টুন।আর সেখানে দেখবেন,
সেজুকাকে নিয়েকী করা হচ্ছে। শিশুতোষ ইভটিজিং কার্টুন। Hindhu Matrimony
.
৮. একটি মেয়ে যখন উদ্ভট পোশাক পরে রাস্তায় বের হয়,
তার ইচ্ছে থাকে ছেলেরা তার দিকে তাকিয়ে থাকুক।
তাকে সেক্সি বলুক। Islamic Marriage Media
কিন্ত সেই ছেলেরা যখন যৌবনের রাখতে নাপেরে শারীরিক লাঞ্চনা করে,
তখনি ছেলের দোষ হয়ে যায়। প্রগতি বাদিরা বলবে,
একটা মেয়ে যেই ড্রেসই পরুক,
তাতে তোমার কী? Marriage Media
সুবিধাবাদিরা বলবে,
জৈবিক প্রয়োজন মেটানো মানুষের মৌলিক অধিকার।
so আমি যার সাথে ইচ্ছে করবো, মেয়ের কী?
একটা কথা না বললেই নয়."
নগ্নতা যদি ফ্যাশন হয় ধর্ষন তা হলে শারীরিক ব্যয়েম"
সোজা কথা আপু,
আপনাকে পণ্য বানানো হচ্ছে। সমাজের কিছু কুলঙ্গার আপনাকে নিয়ে খেলছে।
কিন্ত আপনি কি তা বুঝছেন?.
চোর যেমন একদিনেই বড় চোর হয় না,
তেমনি ধর্ষকও একদিনে হয় না। অনেক উপাদান সম্মিলিত হয়েই তবে সে ধর্ষক হয়।
আফসোসের বিষয়যে আপনারএই ভুলগুলো ধরিয়ে দিবে,
তাকে আপনার পছন্দ হবে না।
সে হবে ক্ষ্যাত।কিন্তযেছেলে প্রগতি বাদের নামে প্রতিনিয়ত মজানিচ্ছে, সেই আপনার কাছে শ্রেষ্ঠ। এজন্য দেখবেন,
এসব ছেলেরা কখনো বিয়ে করে না। কারণ,
বিয়ে না করা পর্যন্ত সব মেয়ে ইতার বউ মনে করে ব্যবহার করতে পারে।তাই ওসবনীরব ‘ধর্ষকের’ বিরুদ্ধে আন্দোলন গড়েতুলুন.............................
নইলে আজ তনু ধর্ষন হয়েছে কাল কিন্তু আপনার পালা।
-------HAFIJUL ISLAM ZAHID------


Register now to talk with your life parner.   Do you have account?   Login  
Categories: Life Style,
Tags: Bangladeshi Matrimony
This post read 2299 times.
Taslima Marriage Media Blog


Suggested Posts