Featured
- Home
- ভালোবাসা প্রকাশের ১০ উপায় I Taslima Marriage Media
Updated: Fri, Dec 20, 2024 8:57 AM
ভালোবাসা প্রকাশের ১০ উপায় I Taslima Marriage Media
ভালোবাসা, যা মনের মধ্যে লুকিয়ে রাখতে নেই। তাহলে একসময় মনের মানুষটিকেই চিরতরে হারিয়ে ফেলবেন। আর একবার সত্যিকারের ভালোবাসা হারিয়ে ফেললে কখনোই কারো সঙ্গে আপনি সেই ভালোবাসা অনুভব করতে পারবেন না। এটা ঠিক যে সবাই ভালোবাসে, সবাই প্রেমে পড়ে। তবে সবার প্রকাশভঙ্গি একরকম হয় না। খুব সহজ কিছু বিষয় আপনার ভালোবাসাকে প্রকাশ করতে যথেষ্ট। এ ক্ষেত্রে এস্কোয়ার ওয়েবসাইটের এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন। ম্যাট্রিমনি
১. সিদ্ধান্ত নিতে শিখুন। চট করেই হয়তো আপনাকে ছোট-বড় যেকোনো সিদ্ধান্ত নিতে হতে পারে। ভয় পেলে চলবে না। আপনার মনের মধ্যে কী আছে, আপনি না বলা পর্যন্ত প্রিয় মানুষটির কান পর্যন্ত পৌঁছাবে না। তাই ভালোবাসা প্রকাশের সবচেয়ে প্রধান ও প্রথম উপায়ে হলো ভয় না পেয়ে সিদ্ধান্ত নেওয়া। ম্যাট্রিমনিয়াল
২. মনের মানুষটি কী পছন্দ করে, এটা নিশ্চয়ই এত দিনে বুঝে গেছেন? আর যদি না বুঝে থাকেন, আজই খুঁজে বের করুন, সে কী ভালোবাসে। সেটা কোনো জিনিস হতে পারে, কোনো বিষয় হতে পারে, এমনকি খাবারও হতে পারে। ঝটপট প্রিয় মানুষটির পছন্দের কোনো ডিশ রান্না করে ফেলুন। খাবারটির স্বাদ হয়তো রেস্তোরাঁর মতো হবে না; কিন্তু ভালোবাসায় যে কোনো ঘাটতি নেই, সেটা আন্দাজ করতে মনের মানুষটির এক সেকেন্ডও দেরি হবে না। ম্যাচমেকিং
৩. উপহার মানুষের ভালোবাসা প্রকাশ করার অন্যতম উপায়। ছোট ছোট উপহার আপনার অনুভূতিকে মনের মানুষটির কাছে বারবার প্রকাশ করবে। এ সুযোগ হাতছাড়া কেন করবেন বলুন? ম্যাচমেকার
৪. প্রিয় মানুষটির প্রশংসা করতে ভুলে যাবেন না। হতে পারে তার সৌন্দর্য, নয়তো বা তার কোনো গুণ কিংবা বাহ্যিক কোনো বিষয়। আপনি যেভাবে বর্ণনা করবেন, কেউ তা পারবে না। কারণ, আপনি তাকে ভালোবাসেন। এ কারণে তার সব সুন্দর বিষয় আপনার চোখেই বেশি ধরা পড়বে। তাই এই সুযোগ কাজে লাগান। বিয়ে-শাদী
৫. ভালোবাসার মানুষটির প্রতিটি কাজে উৎসাহ দিন, যাতে সে সাহস পায়। সব বিষয়ে আপনার উৎসাহ পেলে সে আপনার কাছে অন্য রকম স্বস্তি অনুভব করবে। আর আপনার ভালোবাসাও তার কাছে ধরা পড়বে। লাইফ পার্টনার
৬. কিছু একটা করুন, যাতে আপনার ভালোবাসা সে বুঝতে পারে। সঙ্গী সবার জীবনেই আসে; কিন্তু আপনি যাকে ভালোবাসেন, সে যদি আপনার জীবনসঙ্গী হয়, তাহলে যত দিন বাঁচবেন জীবনটা তত দিনই উপভোগ করতে পারবেন। না হলে সঙ্গী পাশে থাকবে ঠিকই, তার প্রতি আপনার কোনো অনুভূতি কাজ করবে না। তাই মনের মানুষটির চাহিদা অনুযায়ী সাধারণ কিছু একটা করার চেষ্টা করুন, যাতে আপনার ভালোবাসাটা প্রকাশ পায়। পাত্র-পাত্রী
৭. আপনি কী চান, তাকে বলার চেষ্টা করুন। হয়তো সে আন্দাজ করছে; কিন্তু আপনি প্রকাশ না করলে সেও আপনাকে জোর করবে না। এতে ক্ষতি আপনারই। কারণ, আপনার লুকিয়ে রাখা অনুভূতি সে আন্দাজ করে অনুভব করতে বাধ্য না। স্বামী-স্ত্রী
৮. মনের মানুষটির অনুভূতি বোঝার চেষ্টা করুন। তাকে বলার সুযোগ দিন। আর তার বলার পরও আপনি যদি নিজেকে গুটিয়ে রাখেন, তাহলে ভবিষ্যতে আপনাকেই আফসোস করতে হবে। ইসলামিক ম্যাট্রিমনি
৯. সৎ থাকুন। আপনি কেমন, সেটা তাকে জানতে দিন। আপনাকে প্রকাশ করুন। সত্যিকারের আপনাকে যখন সে খুঁজে পাবে, তখন আপনার ভালোবাসাও সে অনুভব করতে পরবে। আর মনে রাখবেন, মানুষ তখনই নিজেকে একজন মানুষের কাছে পুরোপুরি প্রকাশ করে, যখন সে তাকে সত্যি ভালোবাসে। ঘটক
১০. ফোনে কথা বলা, মেসেজ দেওয়া এগুলো মনের কথা প্রকাশ করার মাধ্যম ঠিকই। তবে সামনাসামনি কথা বলার অনুভূতিই অন্য রকম। কারণ, আপনি তার চোখের দিকে তাকিয়ে কখনোই মিথ্যা বলতে পারবেন না। আর আপনার সত্যিটা সে এক নিমেষেই ধরে ফেলবে। তাই একবারের জন্য হলেও তাকে সামনাসামনি বলার চেষ্টা করুন। না হলে আপনার জীবনের অনেক বড় আফসোস থেকে যাবে, যা আপনি এখন অনুভবই করতে পারছেন না। বেঙ্গলি ম্যাট্রিমনি
Taslima Marriage Media
Uttara,Ajompur ,Sec-07
BNS Center,
Lift 09, Room 923
01972006696
01972006692
01972006695
www.taslimamarriagemedia.com
Register now to talk with your life parner. Do you have account? Login
Categories: Life Style,
This post read 1845 times.
Taslima Marriage Media Blog
Best Marriage Media Website in Bangladesh- Taslima Marriage Media
Taslima Marriage Media is repr.. More...
Islamic Matrimony UK Bangladesh | Taslima Marriage Media
Islamic Matrimony UK Banglades.. More...
How to propose a girl | Bangladeshi Matrimonials
How to propose a girl | Bangla.. More...
বিয়েতে কেমন পোশাক পরবেন কনে?
বিয়েতে শাড়ি পড়বেন নাকি লেহেঙ্গ.. More...
Bangladeshi Marriage Media USA | Taslima Marriage Media
Bangladeshi Marriage Media USA.. More...
Marriage is a difficult thing?
Marriage is a difficult thing.. More...
সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠুক আকিবা ফারুকের দাম্পত্ত জীবন | Success Story | Taslima Marriage Media
#successstory #taslimamarriage.. More...